আউট হয়ে ফিরছেন রোহিত শর্মা টুইটার
আট উইকেট হাতে রয়েছে ভারতের। ৩২ রানে এগিয়ে তাঁরা।
সাউদির বলে এলবি ডাব্লিউ হয়ে ফিরতে হল রোহিতকে। ৫১ রানে ২ উইকেট হারাল ভারত। এগিয়ে ১৯ রানে।
২৪ রানে প্রথম উইকেট পড়ল ভারতের। সাউদির বলে এলবি ডাব্লিউ হন গিল। ক্রিজে এলেন চেতেশ্বর পূজারা।
পাঁচ ওভার শেষে ভারতের রান ৫। উইকেট হারায়নি ভারত।
ক্রিজে রোহিত শর্মা ও শুভমন গিল। বল করছেন টিম সাউদি।
সাউদিকে ৩০ রানে বোল্ড করলেন রবীন্দ্র জাডেজা। ২৪৯ রানে শেষ নিউজিল্যান্ড। ৭৬ রানে ৪ উইকেট পেলেন মহম্মদ শামি।
রবিচন্দ্রন অশ্বিনের বলে রহাণের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াগনর। নয় উইকেটে নিউজিল্যান্ডের স্কোর ২৩৬।
ইশান্ত শর্মার বলে আউট হয়ে ফিরছেন উইলিয়ামসন। হাতছাড়া অর্ধ শতরান। ৮ উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের। রান ২২৫।
উইলিয়ামস চার মারার সাথে সাথেই ভারতের রান পেরিয়ে গেল তাঁরা। অর্ধ শতরানের দোড়গোড়ায় নিউজিল্যান্ড অধিনায়ক।
বাউন্সার পুল করেছিলেন জেমিসন। লং লেগে বুমরা ক্যাচ ধরে নেন।
ফের উইকেট পেলেন মহম্মদ শামি। তাঁর বলে এলবি ডাব্লিউ হলেন কলিন দে গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের রান ১৬২
নিউজিল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ১৫২। নতুন বলে বল করছেন মহম্মদ শামি।
মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই চার মারলেন কলিন দে গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের রান পাঁচ উইকেট হারিয়ে ১৩৯।
নিউজিল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ১৩৫। ৮২ রানে পিছিয়ে তারা। উইকেটে রয়েছেন কলিন দে গ্র্যান্ডহোম ও কেন উইলিয়ামসন।
মহম্মদ শামির বলে বোল্ড হয়ে ফিরলেন শেষ টেস্ট খেলতে নামা বিজে ওয়াটলিং। পাঁচ উইকেট হারাল নিউজিল্যান্ড। তাদের রান ১৩৫।
Two wickets fall in quick succession.
— BCCI (@BCCI) June 22, 2021
Ishant and Shami strike.
Nicholls and Watling depart.
Live - https://t.co/CmrtWsugSK #WTC21 pic.twitter.com/t4JgLBBPCh
ইশান্ত শর্মার বলে দ্বিতীয় স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হেনরি নিকোলস। ৪ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। তাদের রান ১৩৪।
মহম্মদ শামির বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন টেলর। ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরলেন গিল। তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১১৭
WICKET!@MdShami11 gets the breakthrough! Shubman Gill dives to his right at extra cover and takes a stunner of a catch.
— BCCI (@BCCI) June 22, 2021
Ross Taylor departs.
Live - https://t.co/CmrtWsugSK #WTC21 pic.twitter.com/B15G8XNPZp
৬০ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ১১৭। ভহাল বল করলেও উইকেট পাননি ভারতের বোলাররা।
রান দিচ্ছেন না যশপ্রীত বুমরা ও ইশান্ত শর্মা। জুটি ভাঙার চেষ্টায় ভারতীয় বোলাররা। ৫৭ ওভার শেষে দুই উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের রান ১১১।
শুরু হল পঞ্চম দিনের খেলা। বল করছেন যশপ্রীত বুমরা। ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১০১।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy