এমন ছবি এ বারও দেখাতে মরিয়া বিরাট কোহলী। ফাইল চিত্র
ইংল্যান্ডকে এ বার ওদের ঘরের মাঠে হারাতে হবে। অসহায় আত্মসমর্পণ করা চলবে না। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে এমনই বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলী। ভারতীয় দলের প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিলেন ‘কিং কোহলী’।
স্কাই স্পোর্টসকে দেওয়া সেই সাক্ষাৎকারে সতীর্থদের উদ্দেশে কোহলী বলেছেন,“ব্যক্তিগত ভাবে আমার কাছে জয়টাই শেষ কথা। ইংল্যান্ডে জয় পেলে তৃপ্তি আরও বেড়ে যায়। তাই নিজের ব্যক্তিগত নজির নিয়ে না ভেবে দলের জয়ের কথা ভাবতে চাই। মাঠে নামলেই জেতার কথা ভেবে এসেছি। এ বারও সেই মানসিকতা নিয়ে খেলতে চাই। বিদেশের মাঠে আমরা আগেও টেস্ট সিরিজ জিতেছি। এ বারও সেই একই ধারা বজায় থাকবে। আমরা জেতার জন্যই খেলব। তাই অসহায় আত্মসমর্পণের প্রশ্নই আসছে না। টেস্টের তৃতীয় কিংবা চতুর্থ দিনও এই মানসিকতা নিয়েই খেলতে হবে।”
Getting into the groove for the 1⃣st #ENGvIND Test be like 👌 💪#TeamIndia pic.twitter.com/giBp5nk09s
— BCCI (@BCCI) August 2, 2021
২০০৭ সালের পর ভারত ইংল্যান্ডে কখনও টেস্ট সিরিজ জেতেনি। জো রুটের দলের বিরুদ্ধে গত কয়েক বছরে পারফরম্যান্স মোটেও ভাল নয়। এর মধ্যে আবার বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ভারত। দলের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। ময়াঙ্ক আগরওয়াল মাথায় চোট পেয়ে ইতিমধ্যেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। অজিঙ্ক রহাণের হ্যামস্ট্রিং চোট এখনও পুরো সারেনি।
তবে দলে এত সমস্যার পরেও ইতিবাচক মানসিকতা নিয়ে নটিংহ্যামে নামতে চাইছেন কোহলী। বলেছেন,“এমন একটা টেস্ট সিরিজ খেলার জন্য সব ক্রিকেটার মুখিয়ে থাকে। আমি ও আমার দলও ব্যাতিক্রম নই। জানি প্রতিটা দিন আমাদের জন্য কঠিন হবে। তাই আরও পরিশ্রম করছি। এই শারীরিক ধকল নেওয়ার জন্য মানসিক জোর থাকা প্রয়োজন। সেটা আমাদের মধ্যে আছে। এ বার সেটা প্রমাণ করার সময় এসে গিয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy