জোড়া রেকর্ড কোহলীর। ছবি রয়টার্স
অর্ধশতরান করলেও বৃহস্পতিবারও বড় ইনিংস এল না বিরাট কোহলীর ব্যাট থেকে। তিন অঙ্কের রানে পৌঁছতে পারলেন না তিনি। কিন্তু তার মাঝেই দু’টি রেকর্ড করে ফেললেন কোহলী। একটিতে টপকালেন সচিন তেন্ডুলকরকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান হয়ে গেল কোহলীর। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি স্থাপন করলেন তিনি। ৪৯০ ইনিংসে এই রান এসেছে কোহলীর। সচিনের থেকে ৩২টি ইনিংস কম খেলেছেন তিনি। সচিনের লেগেছিল ৫২২টি ইনিংস। তালিকায় তৃতীয় স্থানে রিকি পন্টিং। তিনি ৫৪৪ ইনিংসে ২৩ হাজার রান করেছিলেন।
Captain Kohli notches up his second half-century of the tour in consecutive innings!
— Sony Sports (@SonySportsIndia) September 2, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Kohli pic.twitter.com/Ug5KfRrSuv
এ ছাড়া, কোনও বিদেশি দলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দেওয়ার নিরিখে প্রথম স্থানে উঠে এলেন কোহলী। তিনি ইংল্যান্ডের মাটিতে দেশকে ১০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। টপকে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। ধোনিও ইংল্যান্ডের বিরুদ্ধেই তাদের দেশে ৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া, পাকিস্তানের বিরুদ্ধে তাদের দেশে ৮টি টেস্টে দেশকে নেতৃত্ব গিয়েছেন সুনীল গাওস্কর।
এই নিয়ে গত ৫২টি ইনিংসে শতরান পেতে ব্যর্থ কোহলী। বৃহস্পতিবার চতুর্থ টেস্টের প্রথম দিন অর্ধশতরান করেই সাজঘরে ফেরেন কোহলী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy