বিরাটকে ফিরিয়ে উল্লাস অ্যান্ডারসনের টুইটার
বিরাট কোহলীকে প্রথম বলেই আউট করে নিজেই অবাক জেমস অ্যান্ডারসন। ২০১৪-র সফরেও ভারত অধিনায়ককে সমস্যায় ফেলেছিলেন ইংল্যান্ডের এই পেসার। কিন্তু ২০১৮ সালে ব্যর্থ হন। তারপর এ বার প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ফের সফল অ্যান্ডারসন।
বিরাটের উইকেট পাওয়ার পর তিনি বলেন, ‘‘আমি আগেও অফ স্টাম্প ঘেঁষে বিরাটকে চ্যালেঞ্জ করেছি। কখনও সামলে নিয়েছে, কখনও খেলেছে, আবার কখনও পরাস্ত হয়েছে। বেশিরভাগ সময় ও সামলে নিয়েছে। তবে আজ ওর ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছে বল। কোহলীকে দ্রুত আউট করতে পারাটা আমার কাছে অস্বাভাবিক।’’
বিরাটের উইকেট সবসময় গুরুত্বপূর্ণ মনে করেন ইংল্যান্ডের এই জোরে বোলার। বিরাট ও চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে খেলায় ফিরিয়ে আনেন অ্যান্ডারসন।
তিনি বলেন, ‘‘বিরাটের উইকেট সবসময় বড়। যে জায়গায় বল করতে চেয়েছি সেই জায়গাতে বল করেই সাফল্য পেয়েছি। সেরা ব্যাটসম্যানদের উইকেট সাধারণ ভাবে এত তাড়াতাড়ি পাওয়া যায় না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy