অনুশীলনে ঋদ্ধিমান। ছবি টুইটার
ডারহামে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ এবং ভরত অরুণ। ১০ দিনের নিভৃতবাস কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাঁরা। শনিবার ছবি পোস্ট করে এ খবর জানিয়েছে বিসিসিআই।
থ্রো-ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি আগেই কোভিড পজিটিভ হয়েছিলেন। তাঁর সংস্পর্শে আসার কারণে এই তিনজনকে নিভৃতবাসে যেতে হয়েছিল। ফলে বাকি দলের সঙ্গে ডারহামে না এসে লন্ডনেই থেকে গিয়েছিলেন তাঁরা। ১০ দিনের নিভৃতবাস শেষ হওয়ায় তাঁরা দলের সঙ্গে যোগ দিলেন।
করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থও। তিনি দু’দিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁকে মালা পরিয়ে দলে বরণ করে নেন সতীর্থরা।
Great to have you back gents 😊#TeamIndia bowling coach B.Arun, @Wriddhipops and Abhimanyu Easwaran have joined the team in Durham. pic.twitter.com/VdXFE4aoK0
— BCCI (@BCCI) July 24, 2021
हार 🌺 के बाद ही जीत है और जितने वाले को कहते है बाज़ीगर😎🤣
— Rishabh Pant (@RishabhPant17) July 22, 2021
Thrilled to be back. Thank you @RaviShastriOfc for this grand welcome pic.twitter.com/qy8QN2waqv
এদিকে, ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদব। চোট পেয়ে ছিটকে যাওয়া শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত চেয়ে আবেদন করেছিল দল পরিচালন সমিতি। তাঁদের আবেদনকে অবশেষে মান্যতা দেওয়া হল।
পৃথ্বী এবং সূর্য দু’জনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে কলম্বোয় রয়েছেন। শুক্রবারের ম্যাচেও দু’জনকে খেলতে দেখা গিয়েছে। তবে তাঁরা কলম্বো থেকে ইংল্যান্ডে রওনা দেবেন, নাকি আগে দেশে ফিরবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকী, শনিবার সকাল পর্যন্তও অনেকে জানতেন না যে পৃথ্বী এবং সূর্যকে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচে এই দুই ক্রিকেটার খেলবেন কিনা এখনও স্পষ্ট নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy