ফের শতরান হাতছাড়া ওয়াশিংটনের। ছবি: বিসিসিআই
তিনি ক্রিজে দাঁড়িয়ে রইলেন ৯৬ রানে। উল্টো দিক থেকে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেল সাজঘরে। ওয়াশিংটন সুন্দরের কাছে যদিও এমন ঘটনা নতুন নয়। এই সিরিজেই চেন্নাইতে ৮৫ রানে অপরাজিত থাকার সময়ও ঘটেছিল এমনই ঘটনা।
শতরান থেকে তখন ৪ দূরে ওয়াশিংটন। প্রথম অক্ষর পটেল রান আউট হলেন। এর পর এক ওভারেই ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজকে ফিরিয়ে দেন বেন স্টোকস। শতরান না পেলেও নেটমাধ্যমে ওয়াশিংটনকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। ওয়াসিম জাফরের টুইট ‘থ্রি ইডিয়েটস’-এর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অক্ষর, ইশান্ত এবং সিরাজের এমন অবস্থা হবে ওয়াশিংটনের বাবার সঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা হলে। সত্যি বলছি এই অপরাজিত ৯৬ কোনও অংশে শতরানের থেকে কম নয়’।
Axar, Ishant and Siraj next time they meet Washington's father at a function😅
— Wasim Jaffer (@WasimJaffer14) March 6, 2021
But seriously this 96* is no less than a hundred, very well played @Sundarwashi5 👏👏 #INDvENG pic.twitter.com/V6qRXBbwfl
ভিভিএস লক্ষ্মণ টুইট করে লেখেন, ‘খারাপ লাগছে ওয়াশিংটনের জন্য। তবে দলের প্রয়োজনে লাগতে পেরে ও নিশ্চয়ই খুব গর্বিত। আমি বিশ্বাস করি ও আরও সুযোগ পাবে রান করার’। দিল্লি ক্যাপিটালসের তরফেও তুলে ধরা হয় ওয়াশিংটনের দুর্ভাগ্যের কথা।
Feel really bad for @Sundarwashi5 But he must feel really proud the way he batted and contributed to the Team when required. I am sure he will definitely get more opportunities to score 💯s #INDvENG pic.twitter.com/HKYroRNwlI
— VVS Laxman (@VVSLaxman281) March 6, 2021
😭😭😭😭😭😭
— Delhi Capitals (@DelhiCapitals) March 6, 2021
Washington Sundar is left stranded on 96 at the non-striker's end as he, once again, runs out of partners 😟
But what an innings, he has put #TeamIndia in the driving seat after walking out in a difficult situation 👏🏼👏🏼👏🏼
- 365 (114.4)#INDvENG
একই সিরিজে ২ বার শতরান হাতছাড়া হল ওয়াশিংটনের। সুনীল গাওস্কর বলছিলেন, “টেস্ট ক্রিকেটে শতরান খুব সহজে আসে না।” ২ বার সতীর্থদের পাশে পেলেন না বলে হাতছাড়া হল শতরান। ফের অপেক্ষায় রইলেন ওয়াশিংটন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy