শতরানের পর ঋষভ পন্থ। ছবি: বিসিসিআই
জেমস অ্যান্ডারসনকে রিভার্স সুইপ মারেন ঋষভ পন্থ। তার পর জো রুটের বলে ছয় মেরে শতরান। ধারাভাষ্যকারদের মুখে বার বার উঠে আসছিল নজফগড়ের নবাবের নাম। বীরেন্দ্র সহবাগ নিজেও মেনে নিলেন পন্থ কিছুটা তাঁর মতোই খেলেছেন।
শুক্রবার সহবাগ টুইট করে লেখেন, ‘পন্থকে দেখলাম অ্যান্ডারসনকে রিভার্স সুইপ মারতে এবং ছয় মেরে শতরান করতে। এ তো আমারই ছেলে’। পন্থ যেন সত্যিই সহবাগের ছায়া। ব্যাট করার সময় ভারতের প্রাক্তন ওপেনার কত রানে ব্যাট করছেন তা যেন ভাবতেন না। মারার বল পেলে তিনি মারবেনই, সে যদি ২০০ বা ৩০০ করতে আউট হয়ে যান তাতেও পরোয়া করতেন না সহবাগ।
পন্থের ইনিংসে যেন দুটো দিক ছিল। প্রথম ৫০ রান করেছিলেন ৮২ বলে, পরের ৫০ রান করলেন ৩৩ বলে। ভারতের রান বাড়িয়ে দিলেন এক ঝটকায়। সেই সুবিধা নিয়ে দ্বিতীয় দিনের শেষে ৮৯ রানে এগিয়ে ছিল ভারত। তৃতীয় দিন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল সেই লিড আরও কিছুটা বাড়িয়ে নেবেন নিঃসন্দেহে।
Me Watching Rishabh Pant reverse sweep Anderson for a boundary and then bring up his century with a SIX.
— Virender Sehwag (@virendersehwag) March 5, 2021
That's my Boy! #INDvENG pic.twitter.com/yunVL1GRTQ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy