এক আসনে বিরাট এবং ধোনি।
বহু রেকর্ডের মালিক বিরাট কোহালি। ব্যাটসম্যান এবং ভারত অধিনায়ক হিসেবে একাধিক কীর্তি গড়েছেন তিনি। তবে শুক্রবার তাঁর মুকুটে লাগলো কলঙ্ক। পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এমন এক রেকর্ডের ভাগিদার হলেন কোহালি, যা নিশ্চয়ই প্রত্যাশা করেননি তিনি।
মোতেরায় চতুর্থ টেস্টে বেন স্টোকসের বল কোহালির ব্যাট ছুঁয়ে পৌঁছে যায় উইকেটরক্ষক বেন ফোকসের হাতে। শূন্য রানেই ফিরতে হয় ভারত অধিনায়ককে। সেই সঙ্গেই ধোনির সঙ্গে এক আসনে বসলেন কোহালি। ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টম বার শূন্য করলেন তিনি। ধোনির সঙ্গে ভাগ করে নিলেন সবচেয়ে বেশি বার ভারত অধিনায়ক হিসেবে শূন্য করার অশুভ রেকর্ড।
এই সিরিজে দ্বিতীয়বার শূন্য করলেন কোহালি। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ২ বার শূন্য করেছিলেন তিনি। সেই দুর্ভাগ্য ফের ফিরে এল এই সিরিজে। টেস্ট ক্রিকেটে স্টোকস পঞ্চম বার কোহালির উইকেট নিলেন। ইংরেজ অলরাউন্ডারের বলে সবচেয়ে বেশি বার যে ব্যাটসম্যান আউট হয়েছেন, সেই তালিকায় শীর্ষে চলে এলেন কোহালি। শেষ ১২টি ইনিংসে ৫ বার ১০ রানের কমে আউট হয়েছেন তিনি। মাত্র এক বার অর্ধ শতরানের গণ্ডি পেরিয়েছেন। ছন্দহারা কোহালি।
Big wicket for England!
— ICC (@ICC) March 5, 2021
Virat Kohli is caught behind for nought off Ben Stokes ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/jpbh6SpUCZ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy