বুধবারও অ্যান্ডারসনের বলে আউট কোহলী। ছবি রয়টার্স
তিনি ব্যাট করতে নামলেই প্রত্যাশার পারদ চড়তে থাকে। কিন্তু সাম্প্রতিককালে বিরাট কোহলীর ছন্দ চিন্তায় ফেলেছে তাঁর অনুরাগীদের। দীর্ঘদিন হয়ে গেল কোহলীর ব্যাট থেকে নেই কোনও শতরান। বুধবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সাত রানে ফিরে গেলেন তিনি।
এই নিয়ে টানা ৫০ ইনিংসে কোহলীর ব্যাট থেকে কোনও শতরান এল না। তাঁর ক্রিকেটজীবনে এটিই দীর্ঘতম সময়। কোহলী শেষ বার কোনও আন্তর্জাতিক ম্যাচে শতরান করেছিলেন ২০১৯-এ ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে। দু’বছর কাটতে চললেও শতরান পাননি তিনি।
এর আগে ২০১৪-র ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা ২৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে শতরান আসেনি। এই সময়কালের মধ্যেই ছিল ইংল্যান্ড সফর, যা কোহলীদের ক্রিকেটজীবনের অন্যতম খারাপ সময়। ভক্তদের মনে আশঙ্কা, সেই সময়ই আবার ফিরে আসছে না তো?
Anderson is forging a partnership with Butler here!
— Sony Sports (@SonySportsIndia) August 25, 2021
He gets Captain Kohli to nick one to Buttler once again.
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Kohli #Anderson pic.twitter.com/c0ja9cRr5T
এই নিয়ে ৬৪১ দিন হয়ে গেল কোহলীর ব্যাটে নেই শতরান। ২০১৪-র সেই সিরিজের মতো এ বারও তিনি বার বার আউট হচ্ছেন জেমস অ্যান্ডারসনের বলে। চতুর্থ স্টাম্পে খোঁচা দেওয়ার প্রবণতা ফিরে এসেছে কোহলীর। চলতি সিরিজে মাত্র একটি ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy