Advertisement
০৬ নভেম্বর ২০২৪
BCCI

India vs England: ৭৮-এ শেষ কোহলীরা, ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর ভারতের

লর্ডসে কঠিন ম্যাচ জিতে ক্রিকেট-পণ্ডিতদের সম্মান আদায় করেছিল বিরাট কোহলীর ভারত। তৃতীয় টেস্টে হেডিংলে-তে ভুলুণ্ঠিত ভারতের সেই সম্মান!

লিডসে লজ্জা ভারতের।

লিডসে লজ্জা ভারতের। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২১:০২
Share: Save:

লর্ডসে কঠিন ম্যাচ জিতে ক্রিকেট-পণ্ডিতদের সম্মান আদায় করেছিল বিরাট কোহলীর ভারত। তৃতীয় টেস্টে হেডিংলে-তে ভুলুণ্ঠিত ভারতের সেই সম্মান! ইংরেজ বোলারদের সামনে ৭৮ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর ভারতের।

শুরুতেই ভারতের তিন উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন, যার মধ্যে ছিলেন অধিনায়ক কোহলীও। একা লড়াই করছিলেন রোহিত শর্মা। কিন্তু ১৯ রানে ফিরে যান তিনিও। প্রথম ঘণ্টাতেই যে ধাক্কা ভারত খেয়েছিল তা থেকে বেরোতে পারেনি তারা।

ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর ১৯৭৪ সালে লর্ডসে। ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২ রানে গুটিয়ে যায় তারা। তার আগে ১৯৫২ সালে ম্যাঞ্চেস্টার টেস্টে ৫৮ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। দীর্ঘদিন ফের ভারতের ইনিংস শেষ হল একশোরও কমে।

টেস্টের প্রথম দিনে ব্যাট করার নিরিখেও এটি তৃতীয় সর্বনিম্ন। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। ২০০৮-এ আমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ তাদের দ্বিতীয় সর্বনিম্ন। তারপরেই বুধবারের লিডস টেস্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE