সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকতে পারছেন না ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে।
বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তবু মন খারাপ আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের। সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকতে পারছেন না ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে। মন খারাপ সৌরভেরও।
বুধবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ টুইট করে লেখেন, ‘আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।’
আলাদা করে বোর্ড সচিব জয় শাহকে অভিনন্দন জানিয়ে সৌরভ আরও একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ব বোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আজকের জন্য শুভেচ্ছা।’
@JayShah and every office bearer and member of GCA ..must be proud of creating this infrastructure for every cricketer of Gujarat and India...Good wishes for today ..First international game after it was built ..@BCCI pic.twitter.com/mMXS38ky6z
— Sourav Ganguly (@SGanguly99) February 24, 2021
Will miss being at the stadium today ..what an effort it must have been to create this ..pink test was our dream and it's going be the 2nd one in india.hope to see full stands like last time. Under the leadership of Honble Prime minister @narendramodi Amit Shah @AmitShah .. pic.twitter.com/za7vdYHTN0
— Sourav Ganguly (@SGanguly99) February 24, 2021
এর জবাবে জয় শাহ টুইট করে লেখেন, ‘ধন্যবাদ সৌরভ ভাই। তোমাকে মিস করব।’’
গত সরস্বতী পুজোর দিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের অনুষ্ঠানে এসে সৌরভ জানিয়েছিলেন, তিনি আমদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন-রাতের টেস্ট ম্যাচ দেখতে যাবেন। কিন্তু তিনি যেতে পারেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy