ইশান্তের উইকেট দুটোই গুরুত্বপূর্ণ ছিল, মত নাদিমের। ছবি টুইটার
প্রথম দিনে তিন উইকেটের পর দ্বিতীয় দিনে ইংল্যান্ডের মাত্র পাঁচ উইকেট তুলতে পেরেছে ভারত। তবু দল ভাল জায়গায় আছে বলে মনে করছেন স্পিনার শাহবাজ নাদিম। তাঁর মতে, শেষদিকে ইশান্ত শর্মার পরপর দুটি উইকেটই ভারতকে লড়াইয়ের জায়গায় এনে দিয়েছে।
নাদিম নিজেও শনিবার দু’উইকেট পেয়েছেন। তাঁর কথায়, “ইশান্তের উইকেট দুটো গুরুত্বপূর্ণ ছিল। জস বাটলার এবং জফ্রা আর্চারকে ফেরায় ও। এ ধরনের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস চাঙ্গা করে। যদি ওই দুটো উইকেট না পেতাম, তাহলে টেলএন্ডারদের জায়গায় ব্যাটসম্যানরা ক্রিজে থাকত।”
তাঁর দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠলেও এদিন দুটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন নাদিম। প্রথমে ফেরান বেন স্টোকসকে। পরে জো রুটকে এলবিডব্লিউ করেন। নিজের বোলিং নিয়ে নাদিমের মন্তব্য, “এ ধরনের উইকেটে ভাল জায়গায় বল ফেলাই আমাদের লক্ষ্য থাকে। যদি উইকেট নেওয়ার লক্ষ্যে ঝাঁপাই, তাহলে রান দিতে হবে। তাই আমাদের সবার পরিকল্পনা ছিল ভাল জায়গায় বল করে বিপক্ষের ভুলের অপেক্ষায় থাকা। জানতাম, তাতে উইকেট আসবেই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy