উইকেটের পিছনে এ ভাবেই সামলেছেন পন্থ। ছবি টুইটার
গত কয়েকটি টেস্টে ব্যাট হাতে দুরন্ত খেলেছেন ঋষভ পন্থ। উইকেটকিপিংয়ে যে টুকু খামতি ছিল, আপ্রাণ চেষ্টা করছেন সেটাও মিটিয়ে দিতে। ভারতীয় তরুণের এই প্রচেষ্টার প্রশংসা করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। বুধবার তাঁর উত্তর দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পন্থ।
অ্যালান নটের পরে দ্বিতীয় ইংরেজ উইকেটকিপার হিসেবে এক ইনিংসে তিনটি স্টাম্প করেছিলেন বেন ফোকস, যা দেখে উত্তেজিত গিলক্রিস্টের টুইট ছিল, “কী অসাধারণ উইকেটকিপার!” টেস্টের চতুর্থ দিনে ড্যান লরেন্স এবং মইন আলির স্টাম্পিং করেন ফোকস। তারপরে গিলির টুইট, “কালকে যদি বেন ফোকস, আজ ঋষভ পন্থ অসাধারণ।”
গিলক্রিস্টের টুইটের উত্তর দিয়ে পন্থ লিখেছেন, “ধন্যবাদ। তোমার থেকে এ রকম প্রশংসা পাওয়া অনেক বড় ব্যাপার।”
উল্লেখ্য, পন্থের কিপিংয়ের প্রশংসা করে কোহালি আগেই বলেছিলেন, “এটা নিয় ও প্রচুর পরিশ্রম করেছে। গ্লাভস পরে ওর নড়াচড়া দেখলেই ওর দক্ষতা বুঝতে পারবেন। দ্রুততার জন্য অনেক ওজন কমিয়েছে। সেটা দেখাও যাচ্ছে।”
Thanks Means a lot coming from you
— Rishabh Pant (@RishabhPant17) February 17, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy