আমদাবাদে তৃতীয় টেস্টে দু’দিনের মধ্যে ভারত জেতার পরেই পিচ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মাইকেল ভন, ডেভিড লয়েডের মতো প্রাক্তনরা বলে দিয়েছেন, এই ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ বিজ্ঞাপন নয়। নাসের হুসেন, কেভিন পিটারসেনের মতো কেউ কেউ আবার ব্যাটসম্যানদের স্পিন না খেলার অক্ষমতাকে দুষেছেন। এ বার নেটমাধ্যমে পিচ সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন।
শুক্রবার বুদ্ধিদীপ্ত টুইট করে পরোক্ষে সমালোচকদের ঠুকেছেন ভারতীয় স্পিনার। লিখেছেন, “আমরা সবাই জানি যে, পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়। আমরা এখন এমন একটা যুগে বাস করছি, যেখানে ভাবনাচিন্তাও আমাদের কাছে বিক্রি করা হচ্ছে। তবে এটাও বলতে চাই যে, ভাবনাচিন্তা বিক্রি করার অর্থ হল, ‘তুমি নিজের মতো ভাবতে পারো না, এবং আমরা তোমাকে শেখাব কী করে তুমি আমাদের মতো ভাববে।”
অশ্বিনের সংযোজন, “গত এক দশক ধরে খেলার পর আমি এটা বুঝেছি যে, ওদের কথা যত বেশি বিশ্বাস করব, তত বেশি আমাদের মুখের সামনে সেটা তুলে ধরা হবে। যদি ভাবনাচিন্তা আমাদের নিজস্ব হয়, তাহলে বেশিরভাগ লোক তার বিরুদ্ধে থাকলেও আমাদের উচিত নিজেদের পক্ষে দাঁড়ানো।”
যে ভাবে ইংরেজরা পিচকে খলনায়ক বানানোর চেষ্টা করছে এবং জোর করে ক্রিকেটপ্রেমীদের সেটা বিশ্বাস করানোর চেষ্টা করছে, তারই বিরুদ্ধে মুখ খুলেছেন অশ্বিন। তবে তাঁর বুদ্ধিদীপ্ত টুইট নেটমাধ্যমে ভালই ভাইরাল হয়েছে।
Products are sold using various marketing strategies and that’s an accepted practice! We now live in an era where ideas are also being sold to us and it’s a classic example of “outbound marketing”, however I would like to add that buying ideas being sold to us is like telling us
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 26, 2021
Finally. We can always have and stand by our opinions even if it’s against the majority as long as we know that it is our own and not the one thats been sold to us!
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 26, 2021
“The choice is always ours”