India vs England 2021: Probable XI for Team India in 2nd Test at Chennai dgtl
Virat Kohali
সিরিজে প্রত্যাবর্তনে দলে পরিবর্তন নিশ্চিত? দেখুন চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
দলে নতুন মুখ কি নিশ্চিত? ফিরবেন কুলদীপ? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছেন সমার্থকরা। দেখে নেওয়া যাক ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
সিরিজের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই সিরিজে আর কোনও ম্যাচ হারা চলবে না। শনিবার সেই ম্যাচ খেলতে নামার আগে দলে নতুন মুখ কি নিশ্চিত? ফিরবেন কুলদীপ? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছেন সমার্থকরা। দেখে নেওয়া যাক ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।
০২১৩
রোহিত শর্মা: প্রথম টেস্টে রান আসেনি তাঁর ব্যাট থেকে। সাদা বলের অভিজ্ঞ ওপেনারকে লাল বলেও ছন্দে চাইবে ভারতীয় দল। জয়ের জন্য তাঁর ব্যাট থেকে দ্বিতীয় ম্যাচে বড় রান খুবই প্রয়োজন।
০৩১৩
শুভমন গিল: তরুণ ওপেনারের ব্যাটে রান রয়েছে। দলে তাঁর জায়গা পাকা বলাই যায়।
০৪১৩
চেতেশ্বর পূজারা: ভারতীয় দলের ৩ নম্বর নিয়েও কোনও প্রশ্ন নেই আপাতত। পূজারার ওপরেই ভরসা রাখবেন বিরাট কোহালি।
০৫১৩
বিরাট কোহালি: দলের অধিনায়ক তিনি। শতরানের মুখ দেখেননি বহু দিন। দ্বিতীয় টেস্টে সেই লক্ষ্যে ব্যাট করতে নামতে হবে তাঁকে। সঙ্গে লড়াকু নেতৃত্বে দলকে জেতাতে হবে।
০৬১৩
অজিঙ্ক রাহানে: টেস্ট দলের সহ-অধিনায়ক রাজা ছিলেন অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে। প্রথম ম্যাচের পরেই তাঁকে ভিলেন বানিয়ে দিয়েছেন সমালোচকরা। তাঁদের মুখ বন্ধ করতে বড় রান করতে চাইবেন তিনি।
০৭১৩
ঋষভ পন্থ: প্রথম ইনিংস তাঁর ব্যাট থেকে এসেছিল লড়াকু ৯১। প্রশংসিত হয়েছিলেন দলকে উৎসাহ দেওয়ার জন্যও। তবে উইকেটের পিছনে আরও সজাগ থাকতে হবে তাঁকে। তরুণ উইকেটকিপারকে দলে রেখেই নামবেন কোহালিরা।
০৮১৩
অক্ষর পটেল: চেন্নাইয়ে অভিষেক ঘটতে পারে এই অলরাউন্ডারের। প্রথম ম্যাচের আগে চোট পাওয়ায় সুযোগ পাননি দলে। নাদিম ব্যর্থ হওয়ায় দ্বিতীয় ম্যাচে আসতেই পারে সেই সুযোগ।
০৯১৩
ওয়াশিংটন সুন্দর: বল হাতে সেই ভাবে নজর কাড়তে না পারলেও ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন দলে। তাঁকে দলে রাখতেই পারে ভারত। সুযোগ পেতে পারেন কুলদীপ যাদবও। বাঁহাতি স্পিনারকে দলে নিলে যদিও বসতে হবে সুন্দরকে।
১০১৩
রবিচন্দ্রন অশ্বিন: পুরোপুরি সুস্থ ভারতীয় স্পিনার। স্বস্তি ভারতীয় শিবিরে। দলের সেরা স্পিনারকে ছাড়া নামার কথা ভাবতেই পারবেন না কোহালিরা।
১১১৩
ইশান্ত শর্মা: দুরন্ত বল করেছেন প্রথম ম্যাচে। টেস্টে ৩০০তম উইকেটও এসেছে তাঁর ঝুলিতে। দ্বিতীয় ম্যাচেও তাঁর হাতেই নতুন বল তুলে দিতে চাইবেন কোহালি।
১২১৩
যশপ্রীত বুমরা: দলের সেরা পেসার তিনি। দ্বিতীয় ম্যাচে জিততে হলে বড় ভূমিকা নিতে হবে বুমরাকে।