India vs England 2021: Probable XI for Team India for 3rd ODI at Pune dgtl
India vs England 2021
সিরিজ জিততে বোলিং বিভাগে পরিবর্তন? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ
শেষ ম্যাচে দলে পরিবর্তন করবে ভারত? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৯:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
সিরিজ জেতার জন্য শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ। অইন মর্গ্যানহীন ইংল্যান্ড দল দ্বিতীয় ম্যাচে ভারতের বিশাল রান তাড়া করে ম্যাচ জিতে নিল সহজেই। শেষ ম্যাচে দলে পরিবর্তন করবে ভারত? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
০২১১
শিখর ধওয়ন: প্রথম ম্যাচে একটুর জন্য শতরান পাননি। দ্বিতীয় ম্যাচে শুরুতে ফিরে গেলেও। ওপেনিংয়ে তাঁর ওপরেই ভরসা রাখছে দল।
০৩১১
রোহিত শর্মা: রোহিত, শিখর জুটির ওপরেই ভরসা রাখছেন বিরাট কোহলী। সিরিজ শুরুর আগেই সেই কথা জানিয়েছিলেন তিনি।
০৪১১
বিরাট কোহলী: অর্ধ শতরান এলেও কোহলীর ব্যাটে এখনও অধরা শতরান। শেষ ম্যাচে সেই শতরান কী পাবেন তিনি?
০৫১১
লোকেশ রাহুল: ছন্দ নেই বলে সমালোচকদের তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছে গোটা টি২০ সিরিজে। পুণেতে তাঁদের উত্তর দিলেন রাহুল। তাঁকে বাদ দেওয়ার চিন্তা করবেন না কোহলী।
০৬১১
ঋষভ পন্থ: শ্রেয়সের চোট সুযোগ এনে দেয় তাঁর সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে বুঝিয়ে দিলেন সব ধরনের ক্রিকেটের জন্যই তৈরি তিনি।
০৭১১
হার্দিক পাণ্ড্য: ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দ্বিতীয় ম্যাচে। এমন অলরাউন্ডারকে বাদ দেওয়ার কথা ভাববেন কি কোহলীরা?
০৮১১
ওয়াশিংটন সুন্দর: কুলদীপ ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দিয়ে দলে নেওয়া হতে পারে সুন্দরকে। দরকারে ব্যাট হাতেও কার্যকর হয়ে উঠতে পারেন তিনি।
০৯১১
শার্দূল ঠাকুর: বল হাতে যেমন পারদর্শী, তেমনই ব্যাট হাতেও কার্যকরী। এমন ক্রিকেটারকে রেখেই দল গড়তে চাইবে ভারত।
১০১১
ভুবনেশ্বর কুমার: শামি, বুমরাদের অনুপস্থিতিতে তিনিই ছিলেন অভিজ্ঞতম পেসার। শুরুতে উইকেট নিতে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে তাঁকে রেখেই দল গড়তে পারে ভারত।
১১১১
প্রসিদ্ধ কৃষ্ণ: অভিষেকেই নিয়েছিলেন ৪ উইকেট। পরের ম্যাচে সেই ভাবে ছাপ ফেলতে না পারলেও আরও একটা সুযোগ পেতেই পারেন তরুণ পেসার।