প্রথম টেস্টে দুরন্ত খেলেছেন রুট। ছবি পিটিআই
প্রথম টেস্টে জো রুটকে থামাতে নাজেহাল হয়ে গিয়েছিলেন ভারতীয় বোলাররা। কোনও ভাবেই আউট করা যাচ্ছিল না ইংরেজ অধিনায়ককে। দু’ইনিংস মিলিয়ে ২৫৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে রুটকে ফেরানোর ছক কষে দিলেন মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন অধিনায়ক টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যা ভাইরাল হয়েছে।
ছবি পোস্ট করার সঙ্গে মনোজ ক্যাপশনে লিখেছেন, “ব্যাট হাতে জো রুট আগুনে ফর্মে রয়েছে। তাই অশ্বিন এবং ওয়াশিংটনের জন্য একটা ফিল্ডিং সাজিয়ে দিলাম, যদি ওদের কাজে লাগে। এই পরিকল্পনা শুধুই স্পিন-বান্ধব পিচের জন্যে। অন সাইডে ৭/২ ফরম্যাট থাকবে। স্লিপে ক্যাচ নেওয়ার জন্য কেউ থাকবে। আরও ভালো করে বোঝার জন্য ছবিটা জুম করে দেখতে পারেন।”
দেখা গিয়েছে, অফ সাইডে শুধুমাত্র দু’জনকে রেখেছেন মনোজ। ব্যাটের খোঁচা লেগে ওঠা ক্যাচ ধরার জন্য শর্ট থার্ড ম্যান এবং মিড-অফ। রুটের প্রিয় শট সুইপ। সেটা মাথায় রেখে লেগ স্লিপ, ফরোয়ার্ড শর্ট লেগ এবং শর্ট মিড উইকেট রেখেছেন মনোজ।
Since JoeRoot is in red hot form wit d bat. I have chalked out a field placement plan 4 Ashwin nd Washington if it might help.
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 11, 2021
Dis plan is only 4 Spinning friendly pitches. 7/2 on the On side wit No slip catcher. Zoom in d picture guys 4 detailed reasoning #INDvsENG pic.twitter.com/43PdCSHcX8
বাকি চার জন ফিল্ডার রয়েছে ডিপ স্কোয়্যার লেগ (বাউন্ডারি রেখা থেকে ২০ গজ আগে), শর্ট স্কোয়্যার লেগ, ডিপ মিড-উইকেট এবং মিড-অন। ঐতিহ্য বজায় রেখেই চিপকের পিচ স্পিনারদের সাহায্য করেছে। তাই মনোজের ফর্মুলা ব্যপক জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy