দুরন্ত ইনিংস খেলেছেন রোহিত। ছবি টুইটার
প্রথম দিনের খেলা শেষ। মোট ৮৮ ওভার খেলা হল। ভারতের স্কোর ৩০০/৬। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (অপরাজিত ৩৩) এবং অক্ষর প্যাটেল (অপরাজিত ৫)। পিচে বল যে ভাবে ঘুরছে তাতে অনেকেই মনে করছেন, দ্বিতীয় দিনে আরও কিছুটা রান চাপিয়ে দিতে পারলে বিপদে পড়বে ইংল্যান্ড।
উইকেট। অধিনায়ক জো রুট বল করতে এসে দ্বিতীয় ওভারেই তুলে নিলেন অশ্বিনকে। শর্ট লেগে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফিরলেন তিনি।
উইকেট। রোহিত শর্মার ফেরার অব্যবহিত পরেই রাহানেও প্যাভিলিয়নের রাস্তা ধরলেন। মইনের বলে সুইপ করতে গিয়েছিলেন। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে স্টাম্প নড়িয়ে দিল। ব্যাট করতে নামলেন রবিচন্দ্রন অশ্বিন।
উইকেট। বলতে না বলতেই ভেঙে গেল জুটি। জ্যাক লিচের বল সুইপ করে ছয় মারতে গিয়েছিলেন রোহিত। স্কোয়্যার লেগে মইন আলির হাতে ক্যাচ জমা পড়ল। ১৬১ রানে ফিরলেন রোহিত।
৭২ ওভার। ভারতের রান ২৪৩/৩। রোহিত ব্যাট করছেন ১৬১ রানে। ৬১ রানে অপরাজিত রাহানে। ১৫৭ রানে পৌঁছল এই জুটির রান সংখ্যা।
রাহানের অর্ধশতরান। সমালোচকদের চুপ করিয়ে দিলেন ভারতের সহ-অধিনায়ক। ফিরলেন রানে। ১০৪ বলে অর্ধশতরান পূরণ করলেন মুম্বইয়ের ব্যাটসম্যান।
চা-বিরতির পর খেলা শুরু। প্রথম ওভার মেডেন। ধীরে ধীরে বড় ইনিংস গড়ার দিকে এগোচ্ছেন রোহিত।
চা-বিরতি। দ্বিতীশ সেশনে কোনও উইকেট পড়ল না। ক্রিজে জমে গিয়েছেন রোহিত এবং রাহানে। রোহিত ১৩২ রানে অপরাজিত। রাহানের রান ৩৬।
৫০ ওভার। ভারতের রান ১৮০/৩। রোহিত ১২৪ এবং রাহানে ৩৫ রানে ব্যাট করছেন
৪২ ওভার। অবশেষে এল সেই মুহূর্ত। শতরান পূরণ করলেন রোহিত শর্মা। ৪২তম ওভারে তৃতীয় বলে মইন আলিকে সুইপ করে শতরান পূরণ করলেন তিনি। টেস্টে সপ্তম শতরান হল রোহিতের।
৪১ ওভার। ভারতের রান ১৪৪/৩। শতরান থেকে ২ রান দূরে রোহিত। ২৫ রানে ব্যাট করছেন রাহানে।
খেলা শুরু। ৮০ রানে অপরাজিত রোহিত। কখন তাঁর শতরান হবে সেই অপেক্ষায় চিপকের দর্শকেরা।
Applause from the Chepauk crowd 👌
— BCCI (@BCCI) February 13, 2021
Dressing room on its feet 👏
A congratulatory hug from Ajinkya Rahane 👍
Appreciation from all round for @ImRo45 as he completes a fine hundred in tough conditions. 🙌🙌 @Paytm #INDvENG #TeamIndia
Follow the match 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/nWmQfH5Xem
মধ্যাহ্নভোজের বিরতি। ভারত ১০৬/৩। এর মধ্যে রোহিত একাই তুলেছেন ৮০ রান। তাঁকে সঙ্গ দিচ্ছেন অজিঙ্ক রাহানে (৫)।
১০০। একশো রানের গন্ডি পেরোল ভারত। নিজের ছন্দেই আছেন রোহিত শর্মা। কোনও ইংরেজ বোলারকেই রেয়াত করছেন না। ৭৫ রানে ব্যাট করছেন হিটম্যান।
উইকেট। নেমেই আউট বিরাট কোহালি। মইন আলির দুরন্ত বলে ব্যাট আর প্যাডের ফাঁক দিয়ে বল গলে স্টাম্প নড়িয়ে দিল কোহালি। ভারত অধিনায়ক বিশ্বাসই করতে পারছেন না।
উইকেট। লিচের বলে স্লিপে বেন স্টোকসের হাতে ক্যাচ দিলেন পূজারা। ২১ রানে ফিরলেন ভারতীয় ব্যাটসম্যান। নামলেন বিরাট কোহালি।
৫০। অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। ৪৭ বলে এল তাঁর অর্ধশতরান। ১৫ ওভারের ভারতের রান ৬০/১।
জলপান বিরতি। ১২ ওভারে ভারত ৪৮/১। ঝোড়ো ভঙ্গিতে খেলছেন রোহিত শর্মা। ৩৬ বলে ৪১ করেছেন। উল্টোদিকে ধীরস্থির পূজারা।
৫.৩ ওভার। ভারত ১৬/১ । খেলা ধরে নিচ্ছেন রোহিত এবং পুজারা। রোহিতের ব্যাট থেকে দুটি দুরন্ত বাউন্ডারি দেখা গিয়েছে।
৪ ওভার। ভারত ১০/১। রোহিতের (৬) সঙ্গে যোগ দিয়েছেন চেতেশ্বর পূজারা (৪)।
উইকেট। আউট শুভমন গিল। গুড লেংথ বল গিলের প্যাডে লাগে। এলবিডবলু হলেন তিনি।
টস। অবশেষে টস জিতলেন বিরাট কোহালি। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। অজিঙ্ক রাহানের কথা অনুযায়ী চিপকের পিচে প্রথম দিন থেকে বল ঘোরার কথা।
Welcome to Test cricket, @akshar2026! 👏👏
— BCCI (@BCCI) February 13, 2021
Congratulations to the all-rounder who receives his Test cap from #TeamIndia Captain @imVkohli 🔝👌@Paytm #INDvENG pic.twitter.com/WIugeXY15D
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। সেই লক্ষ্যেই প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনল বিরাট কোহালির দল। বিশ্রাম দেওয়া হল যশপ্রীত বুমরাকে। তাঁর জায়গায় খেলবেন মহম্মদ সিরাজ। টেস্টে প্রত্যাশামতোই অভিষেক হল অক্ষর প্যাটেলের। দীর্ঘদিন ডাগআউটে থাকার পর অবশেষে দলে এলেন কুলদীপ যাদব। তিনি খেলবেন ওয়াশিংটন সুন্দরের জায়গায়। অক্ষর এসেছেন শাহবাজ নাদিমের পরিবর্তে।
ইংল্যান্ড দলেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। জেমস অ্যান্ডারসন বিশ্রামে। জস বাটলার দেশে ফিরে গিয়েছেন। অ্যান্ডারসনের পরিবর্তে দলে এসেছে স্টুয়ার্ট ব্রড। উইকেটকিপার হিসেবে এলেন বেন ফোকস। দেশের হয়ে দ্বিতীয় টেস্ট খেলবেন অলি স্টোন। দলে এসেছেন মইন আলিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy