একদিনের ক্রিকেটেও খেলতে নামলেন দুই পাণ্ড্য। ছবি: বিসিসিআই
একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল ক্রুণাল পাণ্ড্যর। ভারতের হয়ে টি২০ ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে ফেললেও একদিনের ক্রিকেটে সুযোগ পেলেন প্রথম বার। টি২০ ক্রিকেটে অভিষেকের সময় টুপি পেয়েছিলেন ভাই হার্দিক পাণ্ড্যর কাছ থেকে। একদিনের ক্রিকেটেও তাঁর হাত থেকেই টুপি পেলেন ক্রুনাল। টুপি নিয়ে আকাশের দিকে তাকিয়ে যেন সদ্য প্রয়াত বাবাকে স্মরণ করলেন তিনি।
আনন্দে চোখের জল দেখা গেল ক্রুণালের চোখে। হার্দিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাঁকে। হার্দিক সব ধরনের ক্রিকেটে ভারতের হয়ে খেললেও, তা এখনও সম্ভব হয়নি ক্রুণালের পক্ষে। টি২০ ক্রিকেটেই এত দিন দেখা যেত দুই ভাইকে। মঙ্গলবার একদিনের ক্রিকেটেও খেলতে নামলেন দুই পাণ্ড্য।
৩ ম্যাচের সিরিজে পুণেতে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। ক্রুণালের সঙ্গে সেই ম্যাচে অভিষেক ঘটল কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণর। টেস্ট এবং টি২০ ক্রিকেটে পন্থকে নিয়মিত খেলালেও একদিনের ক্রিকেটে লোকেশ রাহুলের ওপরেই ভরসা রাখল দল। সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে যেতে পারবেন বিরাট কোহলীরা।
ODI debut for @krunalpandya24 👌
— BCCI (@BCCI) March 23, 2021
International debut for @prasidh43 👍#TeamIndia @Paytm #INDvENG pic.twitter.com/Hm9abtwW0g
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy