কোহলী মনে করেন দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত। ছবি: বিসিসিআই
সমালোচকদের কথাকে ‘অর্থহীন’ বলেছিলেন বিরাট কোহলী। আর তাতেই রেগে গিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। সোমবার সাংবাদিক বৈঠকে সমালোচকদের পাত্তা না দেওয়ার কথা বলেছিলেন কোহলী। হিন্দি গানের পঙক্তি উদ্ধৃত করে বলেছিলেন, লোকের কাজই কথা বলা, তাঁরা বলবেই। সেই কথায় কান না দেওয়ার পরামর্শই দিয়েছিলেন তিনি। তবে মঞ্জরেকর তা মানতে নারাজ।
টুইট করে মঞ্জরেকর লেখেন, ‘সমালোচকদের যে কথাকে অর্থহীন বলছে কোহলী সেটা আসলে সমর্থকদের আবেগ। ভাল করলে যাঁরা পিঠ চাপড়ে দেন, খারাপ খেললে তাঁরাই কথা বলেন। বয়সের সঙ্গে কোহলীর উচিত এইগুলো মেনে নিতে শেখা, যেমন মহেন্দ্র সিংহ ধোনি করত’। কোহলী যদিও মনে করেন বাইরে থেকে কে কী বলছে সেদিকে নজর না দিয়ে দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত। ভারতীয় দল সেটাই করতে চায় বলে জানিয়েছেন তিনি।
লোকেশ রাহুলের ছন্দ হারানো নিয়ে এই কথা বলেছিলেন কোহলী। মঙ্গলবার একদিনের সিরিজে দেখা গেল ঋষভ পন্থকে বাইরে রেখে সুযোগ দেওয়া হল রাহুলকে। সতীর্থর ওপর যে ভরসা রাখছেন কোহলী তা বুঝিয়ে দিলেন সিরিজের প্রথম ম্যাচেই। উইকেটরক্ষক হিসেবে রাহুলকেই দলে রাখলেন কোহলী।
Outside talk which Virat calls nonsense is basically public reacting to a public performance. And it’s always been the same- Praise when you do well, critique when you don’t. Virat must learn to accept this age old reality with calmness & maturity. Just like Dhoni did.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) March 23, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy