রেকর্ড গড়ে জো রুট। ছবি: পিটিআই
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম ম্যাচে দ্বিশতরান করলেন জো রুট। রবিচন্দ্রন অশ্বিনকে ছয় মেরে দ্বিশতরান করার পথে একাধিক রেকর্ড গড়লেন তিনি। শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন ইংরেজ অধিনায়ক।
শততম টেস্টে সব চেয়ে বেশি রানের রেকর্ড এত দিন পর্যন্ত ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকের। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধেই বেঙ্গালুরুতে ১৮৪ রান করেছিলেন তিনি। ইনজানামের সেই রেকর্ড শনিবার ভেঙে দিলেন রুট। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডও এদিন নিজের দখলে নিলেন রুট। ২ দেশের খেলায় অধিনায়ক হিসেবে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড যদিও গ্রাহাম গুচের দখলে। লর্ডসের মাঠে ৩৩৩ রান করেছিলেন তিনি ১৯৯০ সালে।
শুক্রবার ড্যানিয়াল লরেন্স আউট হওয়ার পর নেমেছিলেন জো রুট। প্রথম দিনেই শতরান করেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করেছিলেন তিনি। ২০২১ সালে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছেন রুট। প্রতিটি ম্যাচেই শতরান করেছেন তিনি, শুধু তাই নয় দুটো দ্বিশতরানও হয়ে গেল তাঁর। এখনও অবধি কেরিয়ারে ৫টি দ্বিশতরান করেছেন রুট।
The first cricketer ever to score a double century in his 100th Test match!
— England Cricket (@englandcricket) February 6, 2021
Scorecard: https://t.co/dS83GpOl0T#INDvENG #R100T pic.twitter.com/B0m2gGNpc3
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy