Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফের লজ্জাজনক হার, জোড়া সেঞ্চুরিও মান বাঁচাতে পারল না ভারতের

লজ্জার হার ভারতের। জোড়া সেঞ্চুরিও মান বাঁচাতে পারল না ধোনিদের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। নিয়ম রক্ষার ম্যাচে ফের লজ্জার হার। জোড়া সেঞ্চুরির পরও জয়ের মুখ দেখতে পেল না ভারত।

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩৪
Share: Save:

ফের লজ্জার হার। জোড়া সেঞ্চুরির পরও জয়ের মুখ দেখতে পেল না ভারত। সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। এই ম্যাচ ছিল মান বাঁচানোর। সেটাও হল না। অস্ট্রেলিয়া সফরে হারের হ্যাটট্রিকের পর চার নম্বর হারটাও লেখা হয়ে গেল। দারুণ ব্যাটিং বাঁচাতে পারল না ভারতকে। শিখর ধবন, বিরাট কোহলির জোড়া সেঞ্চুরির মান রাখতে পারল না বাকি ব্যাটসম্যানরা। একটা সময় ১০ ওভারে ছিল ৭১ রানের লক্ষ্য। হাতে তখনও অনেক উইকেট। জয়টা কঠিন ছিল না। কিন্তু ব্যাট হাতে আর কেউই দাঁড়াতে পারল না। অধিনায়ক নিজেও ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না। কোনও রান না করেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। অস্ট্রেলিয়ার ব্যাটিং থামাতে পারলেন না কোনও বোলার। পুরো সিরিজে বোলারদের খারাপ ফর্ম যেভাবে ভারতকে ডোবাল তাতে বোলিং ডিপার্টমেন্টে বদলের সময় এসে গিয়েছে বলতে হবে। এই পিচে অশ্বীনকে না নামিয়ে হয়তো ভুলই করে ফেললেন অধিনায়ক ধোনি। হাতে এখনও রয়েছে এক ম্যাচ। সেই ম্যাচে জিতলেও হারানো সম্মান ফেরানো মুশকিল। এই লজ্জা নিয়েই টি২০ সিরিজে খেলতে নামতে হবে।

• শেষ পর্যন্ত হেরে গেল ভারত। ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ৩২৩ রানই তুলতে পারল ভারত। ২৫ রানে জয় পেল অস্ট্রেলিয়া। সিরিজ ৪-০ করে ফেলল।

• উমেশ যাদব আউট। ৩১৯-৯ ভারত। ৪৮ ওভার।

• জয়ের জন্য ২৩ বলে ৩৭ রান করতে হবে ভারতকে। হাতে রয়েছে দু’উইকেট।

• অষ্টম উইকেট ভারতের। ভুবনেশ্বর কুমার মাত্র দু’রান করে আউট হলেন।

• সপ্তম উইকেট ভারতের। আউট হলে ঋষি ধবন। ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১১ রান ভারতের। ক্রমশ কঠিন হচ্ছে ভারতের জয়ের রাস্তা।

• ৩০০ রানে ভারত। ৪৪ ওভারে ছ’উইকেট হারিয়ে ভারতের রান ৩০৮।

• ৪৯ বলে ৫৫ রান করতে হবে ভারতকে। হাতে রয়েছে চার উইকেট। সহজ জয়ের রাস্তা নিজেরাই কঠিন করে ফেলল ভারত।

• অজিঙ্ক রাহানে দু’রান করেই আউট হয়ে গেলেন। ২৯৪ রানে ছ’উইকেট ভারতের।

• ৪০ ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারতের রান ২৮৬।

• আবার আউট। এবার পাঁচ রান করে ফিরলেন গুরকিরাত সিংহ।

• ৯২ বলে ১০৬ রান করে আউট বিরাট কোহলি। ক্রিজে রয়েছেন গুরকিরাত সিংহ ও রবীন্দ্র জাদেজা।

• ১২ ওভারে জয়ের জন্য ভারতকে আরও ৭২ রান করতে হবে। হাতে এখনও রয়েছে ছয় উইকেট।

• ৩৮ ওভারে তিন উইকেট হারিয়ে ভারতের রান ২৭৭।

• ব্যাট করতে এসে কোনও রান না করেই ফিরে গেলেন অধিনায়ক ধোনি।

• ১২৬ রান করে প্যাভেলিয়নে ফিরলেন শিখর ধবন।

• ভারতের জোড়া উইকেট পতন।

• ৮৫ বলে ১০৩ রান করলেন বিরাট।

• আবার সেঞ্চুরি বিরাট কোহলির।

• বিরাটের সেঞ্চুরিও সময়ের অপেক্ষ। ৯১ রানে ব্যাট করছেন তিনি।

• ৩২ ওভারের শেষে এখ উইকেট হারিয়ে ২৪১ রান ভারতের। ক্রিজে রয়েছেন শিখর ধবন ও বিরাট কোহলি।

• ৯২ বলে ১০০ রান করলে স্বমহিমায় ফিরলেন ভারতের এই ওপেনার।

• শিখর ধবনের সেঞ্চুরি।

• ২৯ ওভারের শেষে এক উইকেট হারিয়ে ২২৪ রান ভারতের।

• ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন বিরাট।

• বহুদিন পর ফর্মে ফিরলেন শিখর ধবন। এখনও ৮৯ রানে ক্রিজে রয়েছেন তিনি। যোগ্য সঙ্গত ৮৩ রান করে বিরাট কোহলির।

• ১৬ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের রান ১২৩।

• ৪১ রানে আউট রোহিত শর্মা।

• তিন ওভারের শেষে ভারতের রান ২৫। রোহিত ১৪ ও ধবন ১১ রানে ব্যাট করছেন।

• এই রানের লক্ষ্যে পৌঁছতে হলে রোহিতের সঙ্গে শুরুতেই হাল ধরতে হবে শিখর ধবনকে।

• ওপেন করতে এলেন রোহিত শর্মা ও শিখর ধবন।

• ৩৪৯ রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নামল ভারত।

• তিন উইকেট নিলেন উমেশ যাদব।

• ৫০ ওভারের শেষে আট উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৩৪৮।

• চার উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা।

• ৪৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৩১৩।

• ৫১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন স্মিথ।

• নিজের দ্বিতীয় ও ভারতের হয়ে চতুর্থ উইকেট নিলেন ইশান্ত শর্মা।

• ৩৩ রান করে উমেশ যাদবের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মার্শ।

• মার্শ আউট।

• ক্রিজে রয়েছেন মার্শ ও স্মিথ।

• ৩৯ ওভারের শেষে দু’উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৪৭।

• ১০৭ বলে ১০৭ করে রানে প্যাভেলিয়নে ফিরলেন ফিঞ্চ।

• ভারতের হয়ে দ্বিতীয় উইকেট তুলে নিলেন উমেশ যাদব।

• ৩৭ ওভারের শেষে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২২০।

• ৯৭ বলে সেঞ্চুরি করলেন ফিঞ্চ।

• ফিঞ্চের সেঞ্চুরি।

• ৮৯ রানে ব্যাট করছে ফিঞ্চ। ক্রিজে এলেন মার্শ।

• ২৯.৩ ওভারে প্রথম সাফল্য ভারতীয় বোলারদের। ইশান্ত শর্মার বলে ব্যাক্তিগত ৯৩ রানে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরলেন ডেভিড ওয়ার্নার।

• কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান ১৭৯।

• ২৮ ওভারের শেষে ফিঞ্চ ব্যাট করছেন ৮২ রানে ও ওয়ার্নার ৯২তে।

• সেঞ্চুরির পথে অস্ট্রেলিয়ার দুই ওপেনার।

• ২৬ ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান ১৫৬। ওয়ার্নার ৮৮ ও ফিঞ্চ ৬৩ রানে ব্যাট করছেন।

• কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান ১৪১।

• ২৩ ওভারের শেষে এখনও কোনও উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা।

• ৬০ বলে ৫০ রান করলেন ফিঞ্চ।

• প্রথম উইকেটের পার্টনারশিপে ১০০ রান অস্ট্রেলিয়ার। ওয়ার্নার ৬২ ও ফিঞ্চ ৩৭।

• ৪৬ বলে হাফ সেঞ্চুরি করলেন ওয়ার্নার।

ভারতীয় দল: শিখর ধবন, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, গুরকিরাত সিংহ, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ঋষি ধবন, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

অন্য বিষয়গুলি:

india australia cricket oneday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE