একের পর এক বল এসে আছড়ে পড়ছিল তাঁর পাঁজরে, কাঁধে। সেই সব সামলেও উইকেটে পড়েছিলেন চেতেশ্বর পূজারা। শুভমন গিল, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থরা স্বচ্ছন্দে খেলতে পেরেছেন, তিনি একদিক ধরে দাঁড়িয়েছিলেন বলেই।
পূজারা টুইট করে বলেন, “আবেগ এবং গর্বে পরিপূর্ণ। যে ক্রিকেটীয় চরিত্র এবং প্রতিভা দল তুলে ধরেছে তা অতুলনীয়। এই ধরনের মুহূর্তগুলোই ঘণ্টার পর ঘণ্টার অনুশীলনের দাম দেয়। সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” ব্রিসবেনে কেরিয়ারের সব চেয়ে বেশি বল খেলে হাফ সেঞ্চুরি করেন পূজারা। তবে এমন ইনিংসই দরকার ছিল গাব্বায়। সেই কাজটাই করে দেখিয়েছেন তিনি।
প্যাট কামিন্সদের বাউন্সারগুলো যখন এসে লাগছিল দূরে বসে ভারতীয় সমর্থকরাও আঁতকে উঠছিলেন। মাঠে দাঁড়িয়ে সেইগুলো নিজের শরীরে নিয়েও যে লড়াই পূজারা দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন শাস্ত্রীও।
Overcome with emotion and filled with pride. The character & skill shown by the entire squad has been commendable. Moments like these make the countless hours of toil and practice truly worth it.
— cheteshwar pujara (@cheteshwar1) January 19, 2021
Thank you for all the support and wishes 👍#TeamIndia #InItTogether #AUSvsIND pic.twitter.com/y0mgcZp0Cy