Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Hockey India

Indian Hockey: সেরা হরমনপ্রীত, গুরজিৎ, আন্তর্জাতিক হকি সংস্থার পুরস্কার বিতরণীতে ভারতের জয়জয়কার

আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে একের পর এক পুরস্কার পেয়ে চমকে দিল ভারতের মহিলা এবং পুরুষ হকি দল।

ব্রোঞ্জজয়ী পুরুষ হকি দল।

ব্রোঞ্জজয়ী পুরুষ হকি দল। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৭:০৯
Share: Save:

আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে একের পর এক পুরস্কার পেয়ে চমকে দিল ভারতের মহিলা এবং পুরুষ হকি দল। ভারতের পাঁচ খেলোয়াড় এবং দু’দলের কোচ পুরস্কার পেয়েছেন। তবে ভোটদানে অংশ নেয়নি অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়াম। তারা এই পুরস্কার অনুষ্ঠানকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে।

টোকিয়ো অলিম্পিক্সে ৪১ বছর পর পদক পেয়েছে ভারত। প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে তারা। মহিলা দল অল্পের জন্য তৃতীয় স্থানে শেষ করতে পারেনি। তবে তাঁদের লড়াই মনে কেড়ে নিয়েছে সকলের।

পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের হরমনপ্রীত সিংহ। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন গুরজিৎ কৌর। দুই দলের গোলরক্ষক যথাক্রমে পিআর শ্রীজেশ এবং সবিতা পুনিয়া সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। উঠতি প্রতিভা হিসেবে পুরুষ দল থেকে বিবেক সাগর প্রসাদ এবং মহিলা দল থেকে শর্মিলা দেবী পুরস্কৃত হয়েছেন। এ ছাড়া পুরুষ এবং মহিলা দলের কোচ গ্রাহাম রিড এবং শোয়ার্ড মারিনকেও পুরস্কৃত করা হয়েছে। যদিও এখন আর মহিলা দলের কোচ নেই মারিন।

তাদের দলের কেউ না থাকায় এই পুরস্কারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বেলজিয়াম। প্রতিটি দেশের কোচ এবং অধিনায়কের ৫০ শতাংশ ভোট, সমর্থক এবং খেলোয়াড়দের ২৫ শতাংশ এবং সংবাদমাধ্যমের ২৫ শতাংশ ভোটের বিচারে এই পুরস্কার ঘোষণা করা হয়। তবে ইউরোপের ৪২টি দেশের মধ্যে মাত্র ১৯টি দেশ ভোট দিয়েছে। হকি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভোটদানের প্রক্রিয়ায় গলদ নেই। তবে কেন এতগুলি দেশ ভোট দিল না তা খতিয়ে দেখা হবে।

অন্য বিষয়গুলি:

Hockey India FIH Harmanpreet Singh Gurjit Kaur PR Sreejesh Graham Reid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy