Advertisement
০৫ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে প্রায় ভেস্তেই যাচ্ছিল ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর

রাজধানী মাসকাটের আল আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-র ছ’টি ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে তিনটি ওমান নিজেরাই খেলবে।

বাঁচল ওমানের স্টেডিয়াম।

বাঁচল ওমানের স্টেডিয়াম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৬:২২
Share: Save:

ঘূর্ণিঝড় শাহিনের জেরে প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছিল ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন। রবিবার সেটি অন্য দিকে চলে যাওয়ায় এ যাত্রার বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচেছে দেশ। জানালেন ওমানের ক্রিকেট সংস্থার চেয়ারম্যান পঙ্কজ খিমজি। শাহিনের প্রকোপে ওমানে ১১ জন মারা গিয়েছেন। গোটা দেশের বৃষ্টি বিপর্যস্ত আরও বহু। প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে।

রাজধানী মাসকাটের আল আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-র ছ’টি ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে তিনটি ওমান নিজেরাই খেলবে। কিন্তু খিমজির কথায়, তাঁরা ভাগ্যবান যে ঘূর্ণিঝড় অন্যত্র সরে গিয়েছে।

সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে খিমজি বলেছেন, “প্রায় সব কিছু ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তর দিকে মাত্র কয়েক নটিক্যাল মাইল দূরে ছিল এই ঘূর্ণিঝড়। গোটা এলাকা বিধ্বস্ত হয়ে গিয়েছে। চারদিকে বন্যা। যদি এখানে সেই জিনিস হত, তাহলে বিশ্বকাপকে ‘বিদায়’ জানাতে হত।”

ঘূর্ণিঝড়ের প্রভাবে থাকার জায়গা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও, বেঁচে গিয়েছে স্টেডিয়াম এবং তার আউটফিল্ড। বৃষ্টি হলেও সবুজ ঘাস ক্ষতিগ্রস্ত হয়নি। খিমজি আরও বলেছেন, “তিন-চার ইঞ্চি বৃষ্টি হয়েছিল। তাতে মাঠ আরও বেশি সবুজ হয়ে উঠেছে। দেখতেও আরও সুন্দর লাগছে। যাবতীয় ধুলো এবং বালি বৃষ্টির জলে ধুয়ে গিয়েছে।”

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 Oman Cricket BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE