মা দলজিতের সঙ্গে বুমরা। —ফাইল চিত্র।
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে যশপ্রীত বুমরাকে খেলতে দেখে নিজেকে সামলাতে পারেননি তারকা ভারতীয় পেসারের মা দলজিৎ। ছেলের খেলা দেখতে দেখতে কেঁদে ফেলেছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে দলজিৎ ও বুমরা ফেলে আসা কঠিন সময়ের স্মৃতিচারণ করছেন।
লন্ডনে অনুষ্ঠিত স্পোর্টস বিজনেস সামিটে মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানীর বক্তব্য দিয়ে শুরু ভিডিয়োটি। তিনি বলছেন, ‘‘যে কোনও জায়গা থেকে উঠে আসা প্রতিভা সাফল্যের শিখরে পৌঁছতে পারে। আমি এক অল্পবয়সী তরুণের উত্থানের যাত্রাপথ তুলে ধরার চেষ্টা করছি।”
এই তরুণ প্রতিভাই আজকের বুমরা। কঠিন রাস্তা অতিক্রম করে আজ তিনি সাফল্যের চুড়োয়। তাঁর উত্থানের রাস্তা মোটেও পাপড়ি বিছানো ছিল না। বরং তা ছিল কাঁটায় ভরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় বুমরাকে বলতে শোনা গিয়েছে, ‘‘সেই সব কঠিন সময় আমাকে মানসিক দিক থেকে কঠিন করে তুলেছিল।’’
বুমরা এখন ইস্পাত কঠিন মানসিকতার। ব্যাটসম্যানরা তাঁকে আক্রমণ করলেও তিনি ভেঙে পড়েন না। বরং ফিরে আসেন আরও শক্তিশালী ডেলিভারি নিয়ে। দলজিৎ বলছেন, ‘‘ওর (বুমরা) যখন পাঁচ বছর বয়স, তখন আমার স্বামীকে হারাই।’’
আরও পড়ুন: ইতিহাস গড়লেন মেরি কম, বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিশ্চিত করলেন অষ্টম পদক
তার পরেই বুমরাদের আর্থিক অবস্থার অবনতি হয়। কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় বুমরাদের। বুমরা বলছিলেন, ‘‘বাবা চলে যাওয়ার পরে আমাদের কিছু কেনার ক্ষমতা ছিল না। আমার এক জোড়া জুতো ছিল। আর এক জোড়া টি শার্ট ছিল। সেগুলোই আমি রোজ পরতাম। আর প্রতিদিন পরিষ্কার করতাম।’’ বুমরার মা দলজিৎ আবেগরুদ্ধ গলায় বলছিলেন, “একদিন নাইকির জুতোর দোকানে গিয়েছিলাম। জুতোর দাম এতটাই ছিল যে তা কিনতে পারেনি। সে দিনই বুমরা বলেছিল, আমি একদিন এই জুতো কিনব।’’
আরও পড়ুন: ময়াঙ্কের ফের সেঞ্চুরি, পুণেয় বড় রানের দিকে এগোচ্ছে ভারত
বুমরার পায়ে এখন দামি জুতো। বিভিন্ন কোম্পানির সঙ্গে তাঁর চুক্তি। অসংখ্য টি শার্ট তাঁর বাড়ির আলমারিতে। আর্থিক ভাবে এখন স্বচ্ছল তিনি। বুমরার সাফল্যের শিখরে পৌঁছনোর কাহিনি উঠতি প্রতিভাদের কাছে প্রেরণার।
“Talent can come from anywhere and reach the pinnacle of success.”
— Mumbai Indians (@mipaltan) October 9, 2019
📹 Watch the transformational journey of @Jaspritbumrah93 from a rookie to a world-beater 🏆#OneFamily #CricketMeriJaan #LeaderInSport #LeadersWeek #NitaAmbani @ril_foundation pic.twitter.com/hFUqvQnHSv
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy