ফের ব্যর্থ সুনীল। ছবি: রয়টার্স
ফের হার ভারতের। বিশ্বকাপের যোগ্যতার্জন পর্বে ০-১ ব্যবধানে কাতারের কাছে হেরে গেলেন সুনীল ছেত্রীরা। ৬ ম্যাচে ভারতের পয়েন্ট ৩। কোনও ম্যাচে জিততে পারল না ভারত।
বৃহস্পতিবার গ্রুপ শীর্ষে থাকা কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ইগর স্তিমাচের ভারতীয় দল। শুরুতেই রাহুল ভেকে লাল কার্ড দেখায় ১৭ মিনিটের মাথায় ১০ জন হয়ে যায় ভারত। শক্তিশালী কাতারের বিরুদ্ধে যা বেশ কিছুটা পিছিয়ে দেয় ভারতকে। তবে সুযোগ পেয়ে গিয়েছিলেন মনবীর সিংহ। সুনীলের পাস থেকে বল চলে আসে তাঁর দিকে। কিন্তু পা ছোঁয়াতে পারেননি তিনি। ৩৩ মিনিটের মাথায় আব্দুলাজিজ হাতেমের গোলে এগিয়ে যায় কাতার। গোটা ম্যাচে কখনোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি ভারতীয় দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীলকে তুলে নেন প্রশিক্ষক স্তিমাচ। তাঁর বদলে মাঠে নামেন উদান্ত সিংহ। আক্রমণ যেন আরও ভোঁতা হয়ে যায় ভারতের। দ্বিতীয়ার্ধে সেই ভাবে সুযোগই তৈরি করতে পারেনি স্তিমাচের দল। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে কাতার। দ্বিতীয় স্থানে রয়েছে ওমান। ৫ ম্যাচে ১২ পয়েন্ট তাদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy