রামকুমার রমানাথন। —ফাইল চিত্র।
প্রথম দিনই ০-২ পিছিয়ে গিয়েছিল ভারত। ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানের এই টাইয়ে সুইডেনকে হারাতে হলে রামকুমার রমানাথনদের দ্বিতীয় দিন ডাবলসে জিততেই হত। কিন্তু স্টকহলমের রয়্যাল টেনিস হলে সে রকম কিছু হল না। শেষ পর্যন্ত ০-৪ ফলে হেরে গেল ভারতীয় দল। ফলে আগামী বছর ভারতকে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফে খেলতে হবে।
এই নিয়ে সুইডেনের কাছে ছ’বারের মধ্যে ছ’বারই হারল ভারত। সবচেয়ে বড় কথা এই টাইয়ের সব কটি হারই হয়েছে স্ট্রেট সেটে। এ দিন ডাবলসে এন শ্রীরাম বালাজি এবং রামকুমারের জুটির লড়াই ছিল ফিলিপ বারগেভি ও আন্দ্রে গোরানসনের বিরুদ্ধে। বারগেভির ডাবলস র্যাঙ্কিং ১২৫। আন্দ্রে গোরানসনের ৬৬। সেখানে বালাজি ও রামকুমারের ডাবলস র্যাঙ্কিং যথাক্রমে ৬৫ ও ১৪৪। কিন্তু ভারতীয় জুটি হারে ৩-৬, ৪-৬ ফলে।
নিয়মরক্ষার শেষ সিঙ্গলসে সিদ্ধার্থ বিশ্বকর্মাকে নামায় ভারতীয় দল। তিনি সুইডেনের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় এলিয়াস ইয়েমের-এর কাছে হারেন ২-৬, ২-৬। পঞ্চম ম্যাচ খেলা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy