Advertisement
২৯ নভেম্বর ২০২৪
Cricket

লাইভ: চাই আর ১ উইকেট, শেষ দিনের খেলা শুরু

জেতার জন্য মাত্র এক উইকেট দরকার ভারতের। লড়ছেন অ্যান্ডারসন-রশিদ। কতক্ষণ লড়াই করবে ইংল্যান্ড, সেদিকেই চোখ ক্রিকেটমহলের।

অধিনায়ক কোহালির ভরসার মর্যাদা রেখেছেন বুমরা। ছবি বিসিসিআইয়ের টুইটারের সৌজন্যে।

অধিনায়ক কোহালির ভরসার মর্যাদা রেখেছেন বুমরা। ছবি বিসিসিআইয়ের টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ১৫:৩৭
Share: Save:

শুরু হল পঞ্চম দিনের খেলা। বুধবার ট্রেন্টব্রিজে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে জেতার জন্য মাত্র এক উইকেট দরকার ভারতের। অন্যদিকে, ম্যাচ বাঁচাতে জেমস অ্যান্ডারসন ও আদিল রশিদকে খেলতে হবে সারা দিন। মঙ্গলবার দু’জনে শেষ উইকেট বেশ কিছুক্ষণ লড়েছেন। চতুর্থ দিনেই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা ছিল প্রবলভাবে। কিন্তু, শেষ উইকেটে অ্যান্ডারসন-ব্রড সাড়ে পাঁচ ওভার লড়েছেন। কুড়ি রান যোগও করেছেন। ইংল্যান্ডকে তিনশোর ওপারে নিয়েও গিয়েছেন।

ট্রেন্টব্রিজের পারফরম্যান্স অবশ্য সিরিজের বাকি দুই টেস্টের আগে টিম ইন্ডিয়াকে নিশ্চিত ভাবে আত্মবিশ্বাস জোগাবে। প্রথম দুই টেস্টে ভারতীয় ব্যাটিংকে দেখাচ্ছিল ভঙ্গুর। ওপেনাররা রান পাচ্ছিলেন না। মিডল অর্ডারকেও দেখাচ্ছিল দিশেহারা। ট্রেন্টব্রিজে ভারতীয় ব্যাটিং লাইন আপ ফিরল স্বমহিমায়। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল, দুই ওপেনার বড় রান না পেলেও নতুন বলের পালিশ তুলে দিলেন। তিন নম্বরে চেতেশ্বর পূজারা দিলেন নির্ভরতা। পাঁচে অজিঙ্ক রাহানে বড় রানের জুটিতে নিজস্ব ছন্দে ব্যাট করলেন। আর কোহালি তো যথারীতি ছিলেনই নিজস্ব মেজাজে। চার বছর আগের রান-খরা সুদে-আসলে পুষিয়ে নিতে এবার বদ্ধপরিকর দেখাচ্ছে তাঁকে।

বিশেষজ্ঞরা ছয় ব্যাটসম্যান খেলানোর পরামর্শ দিয়েছিলেন টেস্ট শুরুর আগে। ভারত তা করেনি। ভরসা রাখা হয়েছিল অলরাউন্ডার হার্দিক পান্ড্যর ওপর। ব্যাটে-বলে তাঁর সাফল্য সেজন্যই ভারসাম্য আনছে। বলে পাঁচ উইকেটের পর ব্যাটে দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ করেছেন তিনি। অভিষেকেই ঋষভ পন্থের ভয়ডরহীন ব্যাটিংও গভীরতা আনছে। বার্তাও থাকছে যে, ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান না খেলিয়েও ভারত বড় রান তুলতে পারে।

বোলিংয়ে জশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে এসেই নিলেন পাঁচ উইকেট। শুধু তাই নয়, দ্বিতীয় নতুন বলে করলেন আগুন-ঝরানো স্পেল। ভারতীয় পেসাররা সারাক্ষণ গতির তুফান তুললেন। অলরাউন্ডার হার্দিক পান্ড্যও প্রথম ইনিংসে গতি আর সুইংয়ের মিশেলে নিয়েছেন পাঁচ উইকেট। ইশান্ত শর্মা, মহম্মদ শামিও রয়েছেন ছন্দে। ফলে,ভারতীয় পেস আক্রমণ বিপক্ষ শিবিরে ত্রাস আনছে। সিরিজের চতুর্থ টেস্ট ৩০ অগস্ট থেকে। ফলে, বেশ কয়েকদিন বিশ্রামও পেয়ে যাবেন পেসাররা। চিন্তা রয়েছে শুধু অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। কোমরের নীচের দিকের মাংসপেশিতে টান ধরায় এই টেস্টে স্বমহিমায় পাওয়া গেল না তাঁকে। তবে চতুর্থ টেস্টের আগে তিনিও সময় পেয়ে যাচ্ছেন ফিট হয়ে ওঠার।

আরও পড়ুন: এশিয়াড ২০১৮: হকিতে এ বার হংকংকে ২৬ গোল দিল ছেলেরা

আরও পড়ুন: শুটিংয়ে ফের সোনা, বাজিমাত রাহির​

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy