পিচে ফাটল ধরেছে বলেই চিন্তায় গাওস্কর। ফাইল ছবি
ব্রিসবেন টেস্টের যা অবস্থা তাতে সুনীল গাওস্কর শেষ দিন ভারতের জেতার সম্ভাবনা দেখছেন না। তবে তিনি মনে করছেন, ভারত ম্যাচ বাঁচিয়ে দিতেই পারে। শেষ দিন জেতার জন্য ভারতের দরকার ৩২৪ রান। হাতে ১০ উইকেট রয়েছে।
গাওস্কর বলেন, ‘‘ব্রিসবেনে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ২৩৬। সেটাও হয়েছিল ১৯৫১ সালে। ফলে ভারতের সামনে কাজটা খুব কঠিন। তবু যদি ভারতীয় ব্যাটসম্যানরা ফোকাস এবং সংকল্প ধরে রাখতে পারে, তাহলে ম্যাচটা বাঁচিয়ে দিতে পারে। সেই ক্ষমতা এই দের আছে। কয়েকটা বল আচমকা নিচু হয়ে যাচ্ছে। উইকেটের মাঝখানে কিছু ফাটলও তৈরি হয়েছে। বিষয়টা আরও কঠিন কারণ ম্যাচ এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে মেরে খেলা উচিত, না ধরে খেলা উচিত, সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা যদি ভাল করতে পারে, তাহলে ভারতীয় ড্রেসিংরুম স্বস্তিতে থাকবে।’’
অস্ট্রেলিয়ার আরও আগে ইনিংস ছাড়া উচিত ছিল কিনা জানতে চাইলে গাওস্কর বলেন, ‘সিডনিতে ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারার জুটিটা আরেকটু হলেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছিল। তারপর হনুমা বিহারি চোট পেয়ে যাওয়ায় ভারতকে জয়ের রাস্তা থেকে সরে আসতে হল। এটা অস্ট্রেলিয়ার মাথায় ছিল। আমি তো ধারাভাষ্য দেওয়ার সময় বলছিলাম, অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেলে আর ডিক্লেয়ার করা নিয়ে ভাবতে হবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy