Advertisement
২০ নভেম্বর ২০২৪

বিরাটের ব্যাটে ভর করে সেমিফাইনালে ভারত

দুরন্ত বিরাট কোহলি। অসাধারণ লড়াই ভারতের। মাঝে সঙ্গ দিলেন যুবরাজ, শেষ করলেন ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের ইতিহাস ধরা থাকল। শুরুটা যেভাবে করেছিল অস্ট্রেলিয়া মনে হয়েছিল অনেক বড় রানের লক্ষ্য থাকবে ভারতের জন্য। কিন্তু ভারতীয় বোলারদের দৌলতে তেমনটা হয়নি।

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৯:২৯
Share: Save:

দুরন্ত বিরাট কোহলি। অসাধারণ লড়াই ভারতের। মাঝে সঙ্গ দিলেন যুবরাজ, শেষ করলেন ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের ইতিহাস ধরা থাকল। শুরুটা যেভাবে করেছিল অস্ট্রেলিয়া মনে হয়েছিল অনেক বড় রানের লক্ষ্য থাকবে ভারতের জন্য। কিন্তু ভারতীয় বোলারদের দৌলতে তেমনটা হয়নি। শুরুটা দুর্বল হলেও ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন বিরাট কোহলি। ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন। যোগ্য সঙ্গত যুবরাজ, ধোনির।৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন বিরাট কোহলি। শেষ ওভারে দরকার ছিল ৪ রান। ফকনারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে সেমিফাইনালে তুললেন ধোনি।

• বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

• শেষ ওভারে ভারতের দরকার ৪ রান।

• ১৯ ওভারে ভারত ১৫৭/৪।

• আবার বাউন্ডারি বিরাটের। সেই কোল্টার নাইলকে।

• ৪৯ বল খেলে ৭৮ রানে ব্যাট করছেন কোহলি।

• ৮ বলে ৮ রান দরকার ভারতের।

• কোল্টার নাইলকে কোহলির বাউন্ডারির হ্যাটট্রিক।

এই সময় অস্ট্রেলিয়ার রান ছিল ১৩৬/৫। তুলনায় ভারত এখনও অনেকটাই পিছিয়ে।

• ১২ বলে ভারতের দরকার এখন ২০ রান। রাতে রয়েছে ৬ উইকেট।

• ১৮ ওভারে ভারত ১৪১/৪। এই ওভার থেকে ভারতের ঘরে এল ১৯ রান।

• বিরাটের ছক্কা।

• ফকনারকে বিরাট কোহলির পর পর বাউন্ডারি।

• ১৭ ওভারে ভারত ১২২/৪।

• ওয়াটসনকে বাউন্ডারি ধোনির।

• ৩৯ বলে হাফ সেঞ্চুরি করলেন বিরাট।

• হাফ সেঞ্চুরি থেকে ১ রান দুরে রয়েছেন বিরাট কোহলি।

• ২৪ বলে ৪৭ রান করতে হবে ভারতকে। হাতে রয়েছে ৬ উইকেট।

• ১৬ বলে ভারত ১১৪/৪। এই ওভারে ১২ রান নিল ভারত।

• এক, দুই রান নিয়ে এগোচ্ছেন বিরাট, ধোনি।

• হ্যাজেলউডকে বাউন্ডারি বিরাট কোহলির।

• ১৫ ওভারে ভারত ১০২/৪। এই ওভারে এল ৮ রান।

• ওয়াটসনের বলে বাউন্ডারি ধোনির।

• কোহলির সঙ্গে ব্যাট করতে এলেন ধোনি।

• ১৪ ওভারে ভারত ৯৪/৪।

• ফকনারের বলে ওয়াটসনকে ক্যাচ দিয়ে ২১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন যুবরাজ।

• যুবরাজ আউট...

• ৪০ বলে ভারতকে ৭০ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৩ ওভারে ভারত ৮৯/৩।

• জাম্পার ফুলটস বলে ওভার বাউন্ডারি যুবরাজের।

• ভারতের রান রেট এই মুহূর্তে ৬.৬৫।

• ১২ ওভারে ভারত ৮০/৩।

• ২৬ রানে ব্যাট করছেন বিরাট কোহলি ও ১২ রানে যুবরাজ সিংহ।

• ম্যাক্সওয়েলকে কোহলির ছক্কা।

• ১১ ওভারে ভারত ৬৮/৩।

• ১০ ওভারে ভারত ৬৫/৩।

• ৯ ওভারে ভারত ৫৯/৩।

• পায়ে টান ধরে মাঠেই চিকিৎসা চলছে যুবরাজের। রান নিতে গিয়ে টান ধরে যুবরাজের।

• কোল্টার নিলকে যুবরাজের বাউন্ডারি।

• ৮ ওভারে ভারত ৫০/৩।

• বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• ওয়াটসনের বলে নেভিলকে ক্যাচ দিয়ে মাত্র ১০ রান করে আউট হলেন সুরেশ রায়না।

• সুরেশ রায়না আউট...

• ৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেট হারিয়ে ৬৪। এখনও অনেকটা পিছিয়ে ভারত।

• ৭ ওভারে ভারত ৪৫/২।

• ফকনারকে রায়নার বাউন্ডারি।

• ৬ ওভারে ভারত ৩৭/২।

• ব্যাট করতে এলেন সুরেশ রায়না।

• ১২ রান করে ওয়াটসনের বলে বোল্ড হলেন রোহিত শর্মা।

• আউট রোহিত শর্মা...

• ৫ ওভারে ভারত ৩৪/১।

• বিরাট কোহলির জোড়া বাউন্ডারি হ্যাজেলউডকে।

• ৪ ওভারে ভারত ২৪/১।

• কোল্টার নিলের বলে খোয়াজাকে ক্যাচ দিয়ে ১৩ রান করে আউট হলেন ধবন।

• শিখর ধবন আউট...

• কোল্টার নিলকে বাউন্ডারি রোহিত শর্মার।

• ৩ ওভারে ভারত ১৮/০।

• হ্যাজেলউডকে শিখর ধবনের ছক্কা।

• ২ ওভারে ভারত ৯/০।

• দ্বিতীয় ওভার থেকে মাত্র ২ রানই নিতে পারল ভারত।

• ১ ওভারে ভারত ৭/০।

• হ্যাজেলউডকে ধবনের বাউন্ডারি।

• ব্যাট করতে এসেছেন রোহিত শর্মা ও শিখর ধবন।

• ভারতের ব্যাটিং শুরু।

যেভাবে শুরু করেছিল অস্ট্রেলিয়া সেভাবে কিন্তু শেষ হল না। মনে করা হয়েছিল ২০০ রান পেড়িয়ে যাবেন ওয়াটসনরা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে সেটা থামল ১৬০ রানে। হার্দিক পাণ্ড্য নিলেন জোড়া উইকেট। নেহরা, বুমরাহ, অশ্বিন ও যুবরাজ নিলেন একটি করে উইকেট। তবে এই উইকেটে পরের দিকে যে রান তুলতে সমস্যা হবে সেটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়ই টের পাওয়া গেল। এই ১৬০ রান তোলাও খুব সহজ হবে না ভারতের জন্য। দুই ওপেনারকে অনেকটাই দায়িত্ব নিতে হবে।

• ২০ ওভারে অস্ট্রেলিয়া ১৬০/৬।

• শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১৬০ রানে থামল অস্ট্রেলিয়া।

• পাণ্ড্যকে বাউন্ডারি নেভিলের।

• পাণ্ড্যকে বাউন্ডারি ওয়াটসনের।

• পাণ্ড্যর বলে কোহলিকে ক্যাচ দিয়ে ১০ রান করে ফিরলেন ফকনার।

• ফকনার আউট...

• ১৯ ওভারে অস্ট্রেলিয়া ১৪৫/৫।

• বুমরাহকে ফকনারের বাউন্ডারি।

• ১৮ ওভারে অস্ট্রেলিয়া ১৩৬/৫।

• ১৭ ওভারে অস্ট্রেলিয়া ১৩২/৫।

• বুমরাহর বলে বোল্ড ম্যাক্সওয়েল।

• ম্যাক্সওয়েল আউট...

• ৩১ রান করে ব্যাট করছেন গ্লেন ম্যাক্সওয়েল।

• ১৬ ওভারে অস্ট্রেলিয়া ১২৯/৪

• জাদেজার বলে পর পর বাউন্ডারি আর ওভার বাউন্ডারি ম্যাক্স ওয়েলের।

• ১৫ ওভারে অস্ট্রেলিয়া ১১৪/৪।

• ব্যাট করছেন গ্লেন ম্যাক্সওয়েল ও শেন ওয়াটসন।

• ১৪ ওভারে অস্ট্রেলিয়া ১০৪/৪।

• ১৩ ওভারে অস্ট্রেলিয়া ১০০/৪।

• পাণ্ড্যর বলে শিখর ধবনকে ক্যাচ তুলে দিলেন ফিঞ্চ। করলেন ৪৩ রান।

• অ্যারন ফিঞ্চ আউট...

• ১২ ওভারে অস্ট্রেলিয়া ৯৩/৩।

• দুরন্ত ফিল্ডিং রায়নার। বাঁচালেন বাউন্ডারি।

• ১১ ওভারে অস্ট্রেলিয়া ৮৫/৩।

• শেষ ৬ ওভারে এসেছে ২৫ রান।

• বল করতে এসেছেন হার্দিক পাণ্ড্য।

• ১০ ওভারে অস্ট্রেলিয়া ৮১/৩।

• স্মিথ আউট হয়েও মাঠ ছাড়ছিলেন না। পরে অবশ্য ছাড়তে বাধ্য হলেন। রিপ্লে চাইছিলেন

• যুবরাজের বলে স্টাম্প আউট হলেন স্মিথ। করলেন ২ রান।

• স্মিথ আউট...

• ৯ ওভারে অস্ট্রেলিয়া ৭৪/২।

• ৮ ওভারে অস্ট্রেলিয়া ৭৩/২।

• অশ্বিনের বলে স্টাম্প হলেন ওয়ার্নার। করলেন মাত্র ৬ রান।

• ডেভিড ওয়ার্নার আউট...

• ৭ ওভারে অস্ট্রেলিয়া ৬৪/১।

• জাদেজার ওভার থেকেও এল ৫ রান।

• ব্যাট করছেন অ্যারন ফি়ঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

• ৬ ওভারে অস্ট্রেলিয়া ৫৯/১।

• দিলেন মাত্র চার রান।

• এবার অনেকটা নিয়ন্ত্রিত বোলিং দেখা গেল বুমরাহর ওভারে।

• ৫ ওভারে অস্ট্রেলিয়া ৫৫/১।

• নেহরার বলে ধোনিকে ক্যাচ দিয়ে ২৬ রান করে প্যাভেলিয়নে ফিরলেন খোয়াজা।

• খোয়াজা আউট...

• নেহরার বল উঁচু করে তুলেছিলেন ফিঞ্চ। ক্যাচ হতে পারত কিন্তু বলের কাছে পৌঁছতে পারলেন না সুরেশ রায়না।

• অশ্বিনের এই ওভারে এল ২২ রান।

৪ ওভারে অস্ট্রেলিয়া ৫৩/০।

• দুটো ছক্কা হজম করার পরের বলই ওয়াইড। সেটাই পেড়িয়ে গেল বাউন্ডারি। আটকাতে ব্যর্থ ধোনি। দুটো ছয়ের পরের বলে এল পাঁচ রান।

• অশ্বিনকে পর জোড়া ওভার বাউন্ডারি ফিঞ্চের।

• এই ওভারেও এল ১০ রান।

• ৩ ওভারে অস্ট্রেলিয়া ৩১/০।

• নেহরার বলে খোয়াজার বাউন্ডারি।

• নেহরার বলে এবার ফিঞ্চের বাউন্ডারি।

• বুমরাহর ওভারে ১৭ রান তুলল অস্ট্রেলিয়া।

• ২ ওভারে অস্ট্রেলিয়া ২১/০।

• বুমরাহর বলে পর পর চারটি বাউন্ডারি হাঁকালেন খোয়াজা।

• অল্পের জন্য রান আউট মিস করল ভারত।

• বল করতে এলেন বুমরাহ।

• ১ ওভারে অস্ট্রেলিয়া ৪/০।

• প্রথম বলে চার হাঁকালেও বাকি পাঁচ বল থেকে কোনও রান তুলতে পারলেন না ফিঞ্চ, খোয়াজারা।

• প্রথম বলেই নেহরাকে বাউন্ডারি খোয়াজা।

• বল করতে এসেছেন আশিস নেহরা।

• খেলা শুরু।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। পরের দিকে পিচ মন্থর হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এমন অবস্থায় প্রথমে ব্যাট করাটাই সুবিধেজনক। অস্ট্রেলিয়া দলে শেষ ম্যাচের পরে কোনও পরিবর্তন নেই। ভারতীয় দলে তো কোনও পরিবর্তনই নেই। যদিও দোনি জানিয়ে দিলেন প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন তিনিও।হাড্ডাহাড্ডি ম্যাচে নামার আগে মানসিকভাবে তৈরি দুই দলই।

আরও খবর

রেকর্ডবুক যাই বলুক লড়াই আজ সমানে সমান‌ে

অন্য বিষয়গুলি:

India Australia Mohali wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy