মোহালিতে অনুশীলনে ফুটবলে মেতেছেন ধোনি-কোহলি। ছবি: পিটিআই।
ভারত-পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ এখন নক-আউট। যে জিতবে সে যাবে সেমিফাইনালে। এমন অবস্থায় ভারতের সামনে ঘরের মাটিতে সমর্থকদের বিপুল প্রত্যাশার চাপ তো থাকবেই। কিন্তু ইতিহাস বলছে ভারতের ভয় পাওয়ার কিছু নেই। টি২০তে এখনও পর্যন্ত এগিয়ে ধোনিরাই। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সিরিজও জিতে নিয়েছিল ভারত। সেদিক থেকে দেখতে গেলে এগিয়ে ভারতই। এদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আপাতত কিছুটা ভাল জায়গায় ভারত। একই অবস্থা অস্ট্রেলিয়ারও। যার ফলে রবিবার মোহালিতে লড়াই হবে সমানে সমানে। আবার ভারতের মাটিতে অস্ট্রেলিয়া এখনও একটিও টি২০ ম্যাচ জেতেনি। সব মিলে ইতিহাস বলছে ভারত কিন্তু ক্রিকেট বদলে দিতে পারে যেকোনও হিসেব। তবে অস্ট্রেলিয়াকে নিয়ে বেশি ভাবতে নারাজ বিরাট কোহলি। বরং এরকম টানটান উত্তেজনার অবস্থা থেকে কোহলি নিজেকে বেশি করে মেলে ধরতে পারেন বলেই দাবি করেছেন তিনি।বলেন, ‘‘এটা এমন একটা ফর্ম্যাট যেখানে লক্ষ্য স্থির রাখতে হবে। পুরো ১২০ বলেই ব্যাট করার সময় ফোকাস কোনওভাবে নষ্ট হলেই শেষ। ফিল্ডিংয়ের সময়ও একইভাবে ঠিক রাখতে হবে। এটাই একমাত্র যা আমরা করতে পারি।’’
এদিকে পুরো টুর্নামেন্টে এখনও দলে কোনও পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচেও দলে কোনও পরিবর্তন আসার সম্ভবনা নেই। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন করেছে। ১৫ জনের দলে ১৪জনকেই খেলিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। বাকি রয়েছেন শুধু অ্যান্ড্রু টাই। এর মধ্যে টুইটারে কোহলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার মিশেল জনসন।গত বার বিশ্বকাপ সেমিফাইনালে কোহলির উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর মতে চাপ সামলাতে ব্যর্থ কোহলি। কিন্তু একদিন আগেই কোহলি বলেছিলেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামার মতো চ্যালেঞ্জ নিতে ভালবাসেন তিনি। সঙ্গে এতে তাঁর খেলাও অনেক খুলে যায়।
অস্ট্রেলিয়ায় ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই একই দলই ধরে রেখেছে ভারত। ভারত শেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছে ২০১১ সালের বিশ্বকাপে। মোহালির পিচ কিন্তু আগের ম্যাচেই প্রমাণ দিয়েছে রান উঠবে। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়াই ১৯৩ রানের ইনিংস খেলেছিল। শেষ পাঁচটি টি২০তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে ভারতই। অস্ট্রেলিয়া শেষ জয় এসেছিল ২০১২তে শ্রীলঙ্কার বিরুদ্ধে।পাকিস্তানের বিরুদ্ধে জেমস ফকনার প্রথম কোনও বোলার যে একটি টি২০ ম্যাচে পাঁচটি উইকেট নিল। শেন ওয়াটসন বলেন, ‘‘আমার পুরো কেরিয়ার দিয়ে বুঝেছি এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এটাও ঠিক টুর্নামেন্টের এটা আরও একটা ম্যাচ।’’
ভারত বনাম অস্ট্রেলিয়া (রবিবার, রাত ৭.৩০)
আরও খবর
লজ্জা! ইডেনে আলো বন্ধের দায় চাপল ৭৫ বছরের বৃদ্ধের উপর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy