পৃথ্বী শ ব্যর্থ। মাটিতে গড়াগড়ি খেল তাঁর স্টাম্প।
বিরাট কোহালিরা প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতলেন নিউজিল্যান্ডে। অন্য দিকে, ক্রাইস্টচার্চে ইন্ডিয়া এ দলকে ২৯ রানে হারাল নিউজিল্যান্ড এ দল। শুক্রবার ম্যাচ জেতায় তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনল কিউয়িরা।
টস জিতে নিউজিল্যান্ড এ দলকে ব্যাট করতে পাঠায় ভারত এ। জর্জ ওয়ার্কার-এর ১৩৫ ও কোল ম্যাককোনশির চটজলদি ৫৬ রানে নিউজিল্যান্ড এ দল ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৯৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ভারত এ দল করে ৯ উইকেটে ২৬৬ রান।
খেলার শুরুতেই নিউজিল্যান্ড এ শিবিরে আঘাত করেছিলেন মহম্মদ সিরাজ। শূন্য রানে রাচিন জাদেজাকে ফেরান তিনি। গ্লেন ফিলিপসকে (১৩) ফেরত পাঠান অক্ষর পটেল। ইশান পোড়েল দাপট দেখিয়ে তিনটি উইকেট নেন। সিরাজের ঝুলিতে দু’টি উইকেট।
আরও পড়ুন: শরীর ছুড়ে কোহালির ক্যাচ ধরলেন গাপ্টিল, ফেরালেন বিশ্বকাপের স্মৃতি
রান তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বী শকে (২) হারায় ভারত এ দল। কাইল জ্যামিসনের বল ভেঙে দেয় পৃথ্বীর উইকেট। শুভমন গিল এ দিন খেলেননি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ময়ঙ্ক আগরওয়াল। তিনি ৪২ বলে ৩৭ রান করেন। ঈশান কিষাণ (৪৪), বিজয় শঙ্কর (৪১) ও ক্রনাল পাণ্ড্য (৫১) রান পেলেও ভারত ম্যাচ জিততে পারেনি। নিউজিল্যান্ডে জয় দিয়ে সিরিজ শুরু করলেন কোহালিরা। অন্য দিকে, ভাইরা হেরে গেলেন দ্বিতীয় ম্যাচে।
#NZAvINDA for all those who missed it ft. Prithvi shaw pic.twitter.com/iQOP0ArYSz
— Saurabh.. (@SaurabhShri05) January 24, 2020
আরও পড়ুন: ছয় মেরে জেতালেন শ্রেয়াস, অকল্যান্ডে ছয় উইকেটে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy