Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
India vs England 2021

সিরিজে সর্বোচ্চ রান, কে এল রাহুলের রেকর্ড টপকে গেলেন বিরাট কোহলী

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলী।

জয়ের পর কোহলী।

জয়ের পর কোহলী। ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ০৯:৫১
Share: Save:

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলী। মাঝে একটি ম্যাচ বাদে বাকি সিরিজটা তাঁর কাছে খুবই ভাল গিয়েছে। তিনটি অর্ধশতরান-সহ ৫ ম্যাচে ২৩১ রান করেছেন। সর্বোচ্চ ৮০ রান এসেছে শনিবার শেষ ম্যাচে।

মোট রানের দিক থেকে কে এল রাহুলের রেকর্ড টপকে গিয়েছেন কোহলী। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে কোনও টেস্ট খেলিয়ে দেশের বিপক্ষে এতদিন সব থেকে বেশি রান ছিল রাহুলের। ২০২০-র শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে রাহুল করেছিলেন ২২৪ রান। সেই রান টপকে গিয়েছেন কোহলী। তৃতীয় স্থানে রয়েছেন কলিন মুনরো। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচে করেছিলেন ২২৩ রান।

টি-টোয়েন্টি সিরিজে কোহলীর থেকে বেশি রান অবশ্য রয়েছে অ্যারন ফিঞ্চের। ৫ ম্যাচে ৩০৬ রান রয়েছে তাঁর। তবে তা এসেছে ত্রিপাক্ষিক সিরিজে। জিম্বাবোয়ে এবং পাকিস্তানের বিরুদ্ধে ছিল সেই সিরিজ।

অন্য বিষয়গুলি:

Virat Kohli KL Rahul Colin Munro India vs England 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy