সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন কোহলী।
সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন বিরাট কোহলী। মঙ্গলবার পুণের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচে ভারত অধিনায়কের ব্যাট থেকে এল ৬০ বলে ৫৬ রান। তিনি ছন্দে রয়েছেন, তা বুঝিয়ে দিলেন আরও এক বার। সেই সঙ্গে ছুঁলেন আরও এক মাইল ফলক।
ঘরের মাঠে ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করলেন কোহলী। সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। পুণের মাঠে কোহলীর ব্যাট থেকে দেখা গেল ড্রাইভ, কাট, পুল। স্বচ্ছন্দে ইংরেজ বোলারদের মাঠের বাইরে পাঠালেন তিনি বার বার। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চারে। রোহিত শর্মা ফিরে যাওয়ার পর শিখর ধওয়নকে সঙ্গী করে ইনিংস গড়লেন তিনি।
রোহিত যখন আউট হলেন, ভারতের স্কোর ৬৪/১। সেখান থেকে শিখরের সঙ্গে ১০৫ রান যোগ করেন কোহলী। ৫৬ রানে তিনি ফিরলেও শিখর থামেননি। তিনি শেষ করেন ৯৮ রানে। শেষের দিকে দ্রুত রান তোলেন লোকেশ রাহুল এবং অভিষেক ম্যাচ খেলতে নামা ক্রুণাল পাণ্ড্য। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে ৫০ ওভারে ভারতের স্কোর ৩১৭/৫।
FIFTY! 👍👍@imVkohli notches up his 6⃣1⃣st ODI half-century in 50 balls! 👏👏#TeamIndia captain going strong! 💪💪@Paytm #INDvENG
— BCCI (@BCCI) March 23, 2021
Follow the match 👉 https://t.co/MiuL1livUt pic.twitter.com/RP6h8POfBl
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy