টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে টিম গেম, এই বার্তা দিলেন অজিঙ্ক রাহানে। ফাইল চিত্র।
শুধু হেড কোচ রবি শাস্ত্রী নন। ব্রিসবেন টেস্ট জিতে সিরিজ দখল করার পর দলের উদ্দেশে বার্তা দিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। শনিবার বিসিসিআই 'স্টপ গ্যাপ' অধিনায়কের বক্তব্য টুইট করেছে। সেই ভিডিয়ো বার্তায় রাহানে দলের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার একমাসের মধ্যে দারুণ কামব্যাক করে ভারত। গাব্বায় ৩২ বছর অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি ফের নিজেদের দখলে রাখে টিম ইন্ডিয়া। এরপর ড্রেসিংরুমে দলকে উজ্জীবিত করে রাহানে বলেছিলেন, ‘‘এই সময়টা আমাদের সবার কাছে খুবই মূল্যবান। অ্যাডিলেডে খারাপ সময় কাটিয়ে মেলবোর্নে ফেরা। তারপর সিডনি টেস্ট ড্র করার পর ব্রিসবেনে জয়। কোনও এক কিংবা দুজনের জন্য এই সাফল্য পাইনি। এই টেস্ট জয়ে দলের প্রত্যেকে অবদান রেখেছে। প্রতিটি ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সবাই দারুণ স্পিরিট দেখাল। তাই তোমাদের সবাইকে ধন্যবাদ।’’
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব। প্রসঙ্গত ২০১৯ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শেষবার টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি স্পিনার। তাঁকেও ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট কোহালির ডেপুটি। রাহানে বলেছেন, ‘‘কুলদীপ তুমি প্রকৃত ম্যাচ উইনার হলেও এবার খেলার সুযোগ পেলে না। যদিও তোমার স্পিরিট ও দলের প্রতি দায়বদ্ধতা একইরকম ছিল। তোমাকে কুর্নিশ জানাই। ভারতের মাটিতে তোমার অভিজ্ঞতা কাজে লাগবে।তৈরি থেকো।’’
As we draw curtains on our historic triumph and start our preparations for the home series, here’s Captain @ajinkyarahane88‘s address to #TeamIndia from the Gabba dressing room.
— BCCI (@BCCI) January 23, 2021
Full 🎥https://t.co/Sh2tkR5c7j pic.twitter.com/l7wr6UXSxq
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy