Advertisement
০৫ নভেম্বর ২০২৪
অশ্বিন

সবথেকে বেশি বাঁ হাতিকে আউট, মুরলীকে পেরোলেন অশ্বিন

এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের।

সবথেকে বেশি বাঁ হাতিদের আউট করলেন অশ্বিন। ছবি এএফপি

সবথেকে বেশি বাঁ হাতিদের আউট করলেন অশ্বিন। ছবি এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:৫৮
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর দিনেই অনন্য রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। কোনও বোলার হিসেবে সবথেকে বেশি বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার নজির গড়লেন তিনি।

এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের। মঙ্গলবার জোশ হ্যাজেলউডকে আউট করার পরেই মুরলীকে পেরিয়ে যান অশ্বিন। বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে হ্যাজেলউড অশ্বিনের ১৯২ তম শিকার।

বাঁ হাতিদের আউট করার তালিকায় তৃতীয় বোলার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (১৮৬)। এর পরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (১৭২) এবং শেন ওয়ার্ন (১৭২)। ভারতের প্রাক্তন বোলার তথা অধিনায়ক অনিল কুম্বলে ১৬৭ শিকার নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।

আরও খবর: অজি বধ করে ক্যাপ্টেন রাহানের মুখে শুভমন, সিরাজদের প্রশংসা

আরও খবর: অস্ট্রেলিয়ায় অভিষেক ম্যাচেই ৫ উইকেট, অনন্য রেকর্ড সিরাজের

চতুর্থ দিনে বাকি চার উইকেটে মাত্র ৬৭ রান যোগ করে অস্ট্রেলিয়া। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৭০, যা তারা দু’উইকেট হারিয়ে অনায়াসে তুলে নেয়।

অন্য বিষয়গুলি:

rabi ashwin muralitharan cricket india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE