Advertisement
৩০ অক্টোবর ২০২৪
French Open 2024

ফরাসি ওপেন ফাইনালে শিয়নটেক, সরাসরি সেটে হারালেন গফকে, খেতাবের লড়াই পায়োলিনির সঙ্গে

মহিলাদের সিঙ্গলস সেমিফাইনাল সহজে জিতলেন শিয়নটেক। তাঁর সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না গফ। অন্য সেমিফাইনালে জিতলেন পায়োলিনি।

Picture of Iga Swiatek

ইগা শিয়নটেক। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২২:০৭
Share: Save:

ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। গত বারের চ্যাম্পিয়ন শিয়নটেক সেমিফাইনালে তৃতীয় কোকো গফকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারালেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ১২তম বাছাই জেসমিন পায়োলিনি।

আমেরিকার গফকে সেমিফাইনালে ভোগাল সার্ভিস। প্রথম সার্ভিস ঠিক মতো করতে পারলেন না। চারটি ডাবল ফল্টও করলেন। প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে ভুল করেননি শিয়নটেক। ব্রেক পয়েন্ট কাজে লাগানোর ক্ষেত্রেও পিছিয়ে ছিলেন গফ। প্রথম সেট ৬-২ ব্যবধানে সহজে জিতে নেন ডব্লিউটিএ ক্রমতালিকায় এক নম্বর শিয়নটেক।

গফ এত সহজে আত্মসমর্পণ করবেন, আশা করেননি টেনিসপ্রেমীরা। ফিলিপ সাঁতিয়ের কোর্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন সকলেই। মহিলাদের এখনকার টেনিসের অন্যতম দুই সেরা খেলোয়াড়ের লড়াই ঘিরে যে প্রত্যাশা ছিল, তা মিটল না। দ্বিতীয় সেটে গফ কিছুটা চেষ্টা করলেও শিয়নটেককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি। দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে নিয়ে ফরাসি ওপেনের ফাইনালে চলে গেলেন শীর্ষ বাছাই।

মহিলা সিঙ্গলসের অন্য সেমিফাইনালে সহজ জয় পেলেন দ্বাদশ বাছাই ইটালির পায়োলিনিও। অবাছাই মিরা আন্দ্রিভাকে তিনি হারালেন ৬-৩, ৬-১ ব্যবধানে। আন্দ্রিভাও কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পায়োলিনির বিরুদ্ধে।

অন্য বিষয়গুলি:

French Open 2024 Iga Swiatek Coco Gauff Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE