ম্যাচ শুরুর অপেক্ষায় মোহনবাগানের ফুটবলাররা। সোমবার মোহনবাগান মাঠে। তখন ঝামেলা চলছে।
আধ ঘণ্টার মিটিং। আইএফএ অফিসে সিদ্ধান্ত হয়ে গেল মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচের ভাগ্যের। রি প্লে হচ্ছে। কিন্তু মোহনবাগানের দাবি মেনে আগের সিকোয়েন্স মেনে হচ্ছে না সে ব্যাপারে সিলমোহর দিয়ে দিলেন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। সোমবার মোহনবাগান মাঠে কলকাতা লিগের ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে গণ্ডগোল জন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। মোহনবাগানের বিরুদ্ধে রেফারির তিনটি অফ সাইডে গোল বাতিলের প্রতিবাদে তেতে ওঠে মোহনবাগান গ্যালারি। শুরু হয় জলের বোতল বৃষ্টি, সঙ্গে ইট পাটকেল। তখনই ম্যাচ থামিয়ে দেন রেফারি। কিন্তু থামানো যায়নি সমর্থকদের। পুলিশকেও পাওয়া যায় দর্শকের ভূমিকায়।
প্রায় এক ঘণ্টা এই তাণ্ডব চলার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন ম্যাচ কমিশনার। সেই দিনই আইএফএকে চিঠি দিয়ে নিজেদের অবস্থায় জানিয়ে দেয় মোহনবাগান। অভিযোগের চিঠি যায় টালিগঞ্জ দলের পক্ষ থেকেও। মঙ্গলবার রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টও জমা পড়ে আইএফএতে। বুধবার সকালে আইএফএ-র জবাব চেয়ে আবার চিঠি দেয় মোহনবাগান। বুধবার সিএফএল কমিটির সঙ্গে মিটিংয়ে বসেন আইএফএ সচিব। তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা শেষ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, মোহনবাগানের দাবি মেনে সিকোয়েন্স অনুযায়ী ম্যাচ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘‘আইএফএ-র নিয়মের ৮সি ধারা অনুয়ায়ী এই অবস্থায় ম্যাচ বাতিল হলে পুরো ম্যাচ রি প্লে করাতেই হবে। এবং কমিটির সিদ্ধান্ত এই ম্যাচ রি প্লে হচ্ছে। কিন্তু ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা লিগের সূচি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তার পরই এই ম্যাচের রি প্লে হবে।’’ তার মানে কলকাতা লিগ আরও একটু দীর্ঘায়িত হল। মোহনবাগানের দাবি অনুযায়ী সিকোয়েন্স মেনে ম্যাচ করার পক্ষে যেমন রায় দেয়নি কমিটি তেমনই টালিগঞ্জের অভিযোগকেও অবান্তর বলা হয়েছে আজকের মিটিংয়ে। উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে বলা হয়েছে মোহনবাগান মাঠের উত্তর ও পূর্ব দিকের গ্যালারি থেকে ক্রমাগত আক্রমণের জন্য ম্যাচ চালানো যায়নি। পাশাপাশি দুই দলের চিঠির উপর নির্ভর করেই আমরা এই সিদ্ধান্ত নিলাম।’’
আইএফএ-তে লিগ কমিটির মিটিং চলছে।
আইএফএ যাই সিদ্ধান্ত নিক না কেন বেঁকে বসেছে দুই দলই। টালিগঞ্জ জানিয়ে দিয়েছে তারা খেলবে না। কারণ, মোহনবাগান সমর্থকদের জন্য খেলা বন্ধ করতে হয়েছে। যে সময় খেলা পরিত্যক্ত হয়েছে সেই সময় ম্যাচের ফল ছিল ১-১। এমন অবস্থায় রি প্লেও চায় না টালিগঞ্জ। মোহনবাগান অবশ্য নিজেদের সিদ্ধান্তেই এখনও অনড়। আইএফএ-র সিদ্ধান্ত জানার পর মোহনবাগান সচিব অঞ্জন মিত্র জানিয়ে দিলেন, ‘‘আমরা প্রথম ম্যাচ টালিগঞ্জের বিরুদ্ধেই খেলব।’’ পরে আইএফএ-এর চিঠির উত্তরে মোহনবাগান চিঠি দিয়ে জানিয়ে দেয়, আইএফএ-র অ্যাপেনডিক্স কে-র ৮সি-র নিয়ম অনুয়ায়ী এমন অবস্থায় ম্যাচ ভেস্তে যাওয়ার সাত দিনের মধ্যে রি প্লে দিতে হবে। যেখানে আইএফএ এই ম্যাচটি করতে চাইছে ১৪ সেপ্টেম্বরের পর। যাতে নিয়মভঙ্গ করা হচ্ছে।
বৃহস্পতিবার মোহনবাগানের কার্যকরি কমিটির মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে ক্লাব। অন্যদিকে, বেঁকে বসেছে ইস্টবেঙ্গলও। ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার জানিয়ে দেন, ‘‘আমরাও ম্যাচের দিন বদল মানব না। যে ভাবে যে দিন আমাদের খেলা রয়েছে সে ভাবেই খেলাতে হবে।’’ মোহনবাগানের দাবি মেনে নিলে পিছিয়ে যাবে ডার্বি। আর সেটা মেনে নেবে না ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত না কলকাতা লিগ শেষ করতেই হিমশিম খেতে হয় উৎপল গঙ্গোপাধ্যায়কে।
আরও খবর
অফসাইডে তিন গোল বাতিল, তাণ্ডবে পণ্ড মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy