ICC WORLD CUP 2019: Strength of England is a point of concern for India dgtl
ICC World Cup 2019
রুট-স্টোকসের ব্যাটিং না আর্চারের বোলিং, ইংল্যান্ড ম্যাচে যে জায়গাগুলি চিন্তায় রাখছে ভারতকে
ইংল্যান্ড শেষ দু’টি ম্যাচে হারলেও কোন কোন জায়গাগুলি ভোগাতে পারে ভারতকে?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ১৫:১৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কাল বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইংল্যান্ড শেষ দু’টি ম্যাচে হারলেও কোন কোন জায়গাগুলি ভোগাতে পারে ভারতকে? দেখে নেওয়া যাক।
০২১০
শুরুতেই বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে জনি বেয়ারস্টো চিন্তায় ফেলতে পারেন কোহালিদের। একবার ব্যাট চলতে শুরু করলে তাঁকে থামানো মুশকিল।
০৩১০
তিন নম্বরে জো রুট ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সেরা ভরসা। বিশ্বকাপে বেশ ভাল ফর্মে রয়েছেন এই ডানহাতি। এই বিশ্বকাপে রুটের ইতিমধ্যেই দু’টি শতরান হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে এই ফর্ম চলতে থাকলে বিপদ হতে পারে।
০৪১০
শেষ দু’টি ম্যাচে ইংল্যান্ড হেরে গেলেও বেন স্টোকসের ব্যাট আবার চলতে শুরু করেছে। ভারতের বিরুদ্ধেও ইংলিশ মিডল অর্ডারের প্রধান কাঁটা হতে পারেন স্টোকস।
০৫১০
ইংল্যান্ডের অধিনায়ক অইন মরগ্যান ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে ১৭টি ছয় মেরে বিশ্বকাপে সর্বাধিক ছয়ের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন। ভারতের বিরুদ্ধেও মরগ্যান এরকম ব্যাট করলে তা ভোগাতে পারে কোহালিদের।
০৬১০
বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে বাটলার ম্যাচের রং যখন খুশি বদলে দিতে পারেন। তাই বাটলারকে ড্রেসিংরুমে তাড়াতাড়ি ফেরাতে হবে ভারতীয় বোলারদের।
০৭১০
জোফ্রা আর্চারের ফর্ম চিন্তায় রাখবে ভারতকে। ইতিমধ্যেই বিশ্বকাপে ১৬টি উইকেট নিয়ে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছে জোফ্রা। ভারতের বিরুদ্ধেও তাঁর এই ফর্ম থাকলে তা ভোগাতে পারে।
০৮১০
মইন আলি ও আদিল রশিদের স্পিন বোলিং ভোগাতে পারে ভারতকে। মইন আলির বিধ্বংসী ব্যাট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
০৯১০
অলরাউন্ডার হিসেবে ক্রিস ওকস ব্যাটে বলে ভারতকে বিপদে ফেলতে পারে।
১০১০
এ ছাড়াও মার্ক উডের বোলিং ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। ইতিমধ্যেই বিশ্বকাপে ১৫৪ কিমি গতিবেগে বল করেছেন উড। ভারতের বিরুদ্ধেও এই ফাস্ট বোলিং চিন্তায় ফেলতে পারে।