ICC World Cup 2019: Probable xi of India against Bangladesh dgtl
ICC World Cup 2019
বাদ কেদার? দলে জোড়া পরিবর্তন? দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০৫:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে হারের পর আজ বাংলাদেশের বিরুদ্ধ্বে নামতে চলেছে ভারতীয় ব্রিগেড। ইতিমধ্যেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বিজয় শঙ্কর। এই অবস্থায় কেমন হতে পারে প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক তা।
০২১২
রোহিত শর্মা- ৭ ম্যাচে তিনটি শতরান-সহ ৪৪০ রান করেছেন তিনি। ভারতীয়দের ব্যাটিং অনেকটাই রোহিত শর্মার উপরে নির্ভরশীল হয়ে উঠেছে। তাঁর ব্যাট চলতে শুরু করলে থামানো মুশকিল।
০৩১২
কে এল রাহুল- ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও রান না করে আউট হলেও তাঁর উপর ভরসা করতে পারে দল। এই ম্যাচে ওপেন করবেন তিনি।
০৪১২
বিরাট কোহালি- পর পর পাঁচটি ম্যাচে অর্ধ-শতরান করলেও এখনও সেঞ্চুরি করতে পারেননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর শতরানের অপেক্ষায় রয়েছে দল।
০৫১২
ঋষভ পন্থ- ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ রান করলেও পন্থের উপর ভরসা করতে পারে দল। যে কোনও মুহূর্তে বিধ্বংসী ব্যাট করে ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম তিনি।
০৬১২
মহেন্দ্র সিংহ ধোনি- ইংল্যান্ড ম্যাচে ৪২ রান করলেও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে চর্চা চলছে। এখনও শেষের দিকে তার ব্যাটিং দলের অন্যতম ভরসা।
০৭১২
দীনেশ কার্তিক- কেদার যাদবের জায়গায় দলে ঢুকতে পারেন কার্তিক। কেদার নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় এই ম্যাচে সুযোগ পেতে পারেন কার্তিক।
০৮১২
হার্দিক পান্ড্য- অলরাউন্ডার হিসেবে ভারতের ভরসা তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৫ রান করেছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল হার্দিক।
০৯১২
ভুবনেশ্বর কুমার- চোট সারিয়ে এখন সুস্থ ভুবি। আগের ম্যাচে স্পিনাররা প্রচুর রান দেওয়ায় এই ম্যাচে কুলদীপের বদলে ভুবিকে খেলাতে পারে দল।
১০১২
মহম্মদ শামি- ইংল্যান্ডের বিরুদ্ধে স্লগ ওভারে রান দিলেও এখনও ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন শামি।
১১১২
যুজবেন্দ্র চহাল- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রচুর রান দিলেও তাঁর স্পিনের ওপর ভরসা রাখবে দল। ১০ উইকেট নিয়ে তিনি ভারতীয় স্পিনারদের মধ্যে শীর্ষে রয়েছেন।
১২১২
যশপ্রীত বুমরা- ভারতীয় বোলিংয়ের ভরসার নাম বুমরা। ইনিংসের প্রথম দিকে যেমন তিনি ভয়ঙ্কর ডেথ ওভারেও উইকেট তুলে নিতে দক্ষ বুমরা।