সৌম্য সরকারকে ফেরানোর পরে আর্চার। ছবি: রয়টার্স।
একই বলে বোল্ড। আবার ছক্কাও। কস্মিনকালে এমন দৃশ্য কি দেখেছে ক্রিকেট-দুনিয়া! স্মরণকালের মধ্যে এমন ছবি কারোরই মনে পড়ছে না। আইসিসি-ও টুইট করেছে, স্টাম্পে আঘাত করার পরে সেই বল ‘ছক্কা’ হচ্ছে এমন দৃশ্য কি কেউ কখনও দেখেছে?
বিশ্বকাপে সবই সম্ভব। ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচে সেই ছবিই দেখা গিয়েছে শনিবার। বোলার ইংল্যান্ডের জোফ্রা আর্চার। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ইংল্যান্ডের করা পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমেছিলেন।
চতুর্থ ওভার করতে আসেন আর্চার। তাঁর দারুণ গতির বল সৌম্যর ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে মসৃণ ভাবে গলে গিয়ে উইকেটের বেল নাড়িয়ে দেয়। তার পরে সবাইকে চমকে দিয়ে সেই বল উ়ড়ে যায় বাউন্ডারি লাইনের ওপারে।
আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল, তবে ভারতই এগিয়ে’
Have you ever seen a ball go for 'six' after hitting the stumps? 👀#WeAreEngland #CWC19 pic.twitter.com/nL2SToZ8iC
— ICC (@ICC) June 8, 2019
বাংলাদেশ অবশ্য ম্যাচ জিততে পারেনি। শেষমেশ ১০৬ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। শাকিব আল হাসানের দুরন্ত ১২১ রানও বাঁচাতে পারেনি বাংলাদেশকে। ইংল্যান্ডের বিশাল রান, শাকিবের অতিমানবিক ইনিংসের থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশি চর্চা হয়েছে আর্চারের বিস্ময় বল নিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy