হুঙ্কার: অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাস অধিনায়ক কোহালির। ছবি: পিটিআই
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর কিছু পরে টিভি-তে ভাষ্যকারদের কাউকে কাউকে বলতে শুনলাম, ওভালে খুঁজে পেতে গোটা তিরিশেক হলুদ জার্সির সন্ধান পাওয়া গিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই নাকি অস্ট্রেলিয়ার সাপোর্ট স্টাফ! ওভালের বাকি অংশে শুধুই নীলের জোয়ার, নীলের গর্জন।
ম্যাচের পরে গর্জন যে আরও বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই। রবিবার ভারত এমন একটা ম্যাচ জিতল, যেখানে প্রায় সব কিছুই ঠিকঠাক করেছে বিরাট কোহালির দল। সবাই জানে, ভারতের প্রথম তিন ব্যাটসম্যান যে দিন খেলবে, সে দিন দলটা অপ্রতিরোধ্য। সে রকমই একটা দিন গেল। ভারতের প্রথম তিন জনের রান এ রকম: শিখর ধওয়ন ১০৯ বলে ১১৭, রোহিত শর্মা ৭০ বলে ৫৭ আর বিরাট কোহালি ৭৭ বলে ৮২। এর পরে দলের স্কোর ৩৫২ হলে আশ্চর্যের কী আছে।
তবু শুধু তিন ব্যাটসম্যানের ফর্মই অস্ট্রেলিয়া ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি হয়ে থাকল না। আরও কয়েকটা ব্যাপার ঠিকঠাক হওয়ায় ভারত সত্যিই এখন ভয়ঙ্কর।
জয়োচ্ছ্বাস: গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ছেন হার্দিক, ধোনি। ছবি: এপি
এই ম্যাচ থেকে তা হলে প্রাপ্তির ঘরে কী থাকল? এক, টপ অর্ডারের ফর্ম। দুই, হার্দিক পাণ্ড্যর (২৭ বলে ৪৮) ডেথ ওভার ব্যাটিং। তিন, মাঝের ওভারে কুল-চা জুটির স্পিন আক্রমণ। চার, কোহালির অধিনায়কত্ব এবং পাঁচ) ভুবনেশ্বরের নতুন এবং পুরনো বলের স্পেল। যে জন্য ৩৬ রানে জিততে সমস্যা হল না ভারতের।
সেন্ট্রাল লন্ডনের ওভালে কোহালি যখন টস জিতে ব্যাট নিল, অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। কিন্তু ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচে ওভালের উইকেটে যে রকম বাউন্স আর মুভমেন্ট দেখেছিলাম, এ দিন সে রকম কিছুই ছিল না। অস্ট্রেলিয়ার পেসাররা কোনও চাপই তৈরি করতে পারেনি ভারতীয় ওপেনারদের উপরে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচে রোহিত দেখিয়েছিল, ও ছন্দে ফিরেছে। ধওয়ন অস্ট্রেলিয়া ম্যাচটাকে বেছে নিল নিজের অন্যতম সেরা ইনিংস খেলার জন্য। এই দুই ওপেনার প্রথম উইকেটের জুটিতে ২২.৩ ওভারে ১২৭ রান তুলে শুরুতেই অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয়।
ওয়ান ডে ক্রিকেটে অনেক বিধ্বংসী ওপেনিং জুটি এসেছে। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়, গিলক্রিস্ট-ম্যাথু হেডেন, ভারতের সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়। কে সেরা, সেই তুলনায় যাচ্ছি না। শুধু বলব, রোহিত-ধওয়ন জুটিও এদের সঙ্গে একই তালিকায় থাকবে। আর এই বিশ্বকাপের সেরা ওপেনিং জুটি হিসেবে আমি রোহিত-ধওয়নকেই বাছব। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় যতই বিধ্বংসী হোক না কেন, ওদের আরও ধারাবাহিক ভাবে রান তুলতে হবে। যেটা দীর্ঘদিন ধরে করে আসছে রোহিত-ধওয়ন।
সাড়ে তিনশো রান তাড়া করা কখনওই সোজা কাজ ছিল না। কোহালির নেতৃত্ব অস্ট্রেলিয়ার কাজটা আরও কঠিন করে দিল। বোলিং পরিবর্তন হোক কী ফিল্ড প্লেসিং— বিপক্ষের ওপর সারাক্ষণ চাপ রেখে গিয়েছে ভারত অধিনায়ক। যুজবেন্দ্র চহালকে এন্ড পরিবর্তন করে প্যাভিলিয়ন প্রান্ত থেকে নিয়ে আসে কোহালি। কারণ একটাই। ওই সময় হাওয়া উল্টো দিক থেকে বইছিল। যে কারণে চহাল ওই প্রান্ত থেকে এসে ফ্লাইট করালে বল একটু ডিপ করে যাচ্ছিল। ব্যাটসম্যানরা টাইমিং করতে পারছিল না। ওই ভাবেই আউট হল ডেভিড ওয়ার্নার। ভেবেছিল স্টেপ আউট করে উইথ দ্য টার্ন বলটাকে মেরে দিতে পারবে। কিন্তু চহাল হাওয়ার উল্টো দিকে বল করছিল। বলটা ওয়ার্নারের কাছে পৌঁছতে সেকেন্ডের ভগ্নাংশ বেশি সময় নেয়। টাইমিংয়ে তাই গন্ডগোল হয়ে যায় অস্ট্রেলীয় ওপেনারের। কোহালি তত ক্ষণে ডিপ মিডউইকেটে ফিল্ডার রেখে দিয়েছিল ও রকম একটা মিসটাইম শটের জন্য।
কুল-চা নিয়ে বলব, এই জুটির বেশির ভাগ কাজটা এখন করে দিচ্ছে চহাল। তাই কুলদীপের ওপর চাপটা কমে যাচ্ছে। তবে এই মুহূর্তে স্পিন জুটি হিসেবে ওরাই এক নম্বর। চহাল তো উইকেট পাচ্ছেই, এর পরে কুলদীপও উইকেট তুলতে শুরু করলে বিপক্ষ দল আরও চাপে পড়ে যাবে মাঝের ওভারগুলোয়। কোহালি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের আরও একটা সিদ্ধান্তের প্রশংসা করতে হবে।
৩৭ নম্বর ওভারে ধওয়ন আউট হতে দেখা গেল, হার্দিক নামছে। অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছিলেন ওই সময় ধোনিকে না দেখে। কিন্তু সিদ্ধান্তটা একেবারে ঠিক ছিল। যেটা হার্দিকের ব্যাটিং দেখেই বোঝা গেল।
স্কোরকার্ড
ভারত ৩৫২-৫ (৫০)
অস্ট্রেলিয়া ৩১৬ (৫০)
ভারত
রোহিত ক ক্যারি বো কুল্টার-নাইল ৫৭• ৭০
শিখর ক (লায়ন) বো স্টার্ক ১১৭• ১০৯
কোহালি ক কামিন্স বো স্টোয়নিস ৮২• ৭৭
হার্দিক ক ফিঞ্চ বো কামিন্স ৪৮• ২৭
ধোনি ক ও বো স্টোয়নিস ২৭• ১৪
রাহুল ন. আ. ১১• ৩
কেদার ন. আ. ০• ০
অতিরিক্ত ১০
মোট ৩৫২-৫ (৫০)
পতন: ১-১২৭ (রোহিত, ২২.৩), ২-২২০ (শিখর, ৩৬.৬), ৩-৩০১ (হার্দিক, ৪৫.৫), ৪-৩৩৮ (ধোনি, ৪৯.১), ৫-৩৪৮ (কোহালি, ৪৯.৫)।
বোলিং: প্যাট কামিন্স ১০-০-৫৫-১, মিচেল স্টার্ক ১০-০-৭৪-১, নেথান কুল্টার-নাইল ১০-১-৬৩-১, গ্লেন ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০, অ্যাডাম জ়াম্পা ৬-০-৫০-০, মার্কাস স্টোয়নিস ৭-০-৬২-২।
অস্ট্রেলিয়া
ওয়ার্নার ক ভুবনেশ্বর বো চহাল ৫৬• ৮৪
ফিঞ্চ রান আউট ৩৬• ৩৫
স্মিথ এলবিডব্লিউ বো ভুবনেশ্বর ৬৯• ৭০
খোয়াজা বো বুমরা ৪২• ৩৯
ম্যাক্সওয়েল ক (জাডেজা) বো চহাল ২৮• ১৪
স্টোয়নিস বো ভুবনেশ্বর ০• ২
ক্যারি ন. আ. ৫৫• ৩৫
কুল্টার-নাইল ক কোহালি বো বুমরা ৪• ৯
কামিন্স ক ধোনি বো বুমরা ৮• ৭
স্টার্ক রান আউট ৩• ৩
জ়াম্পা ক (জাডেজা) বো ভুবনেশ্বর ১• ৩
অতিরিক্ত ১৪ মোট ৩১৬ (৫০)
পতন: ১-৬১ (ফিঞ্চ, ১৩.১), ২-১৩৩ (ওয়ার্নার, ২৪.৪), ৩-২০২ (খোয়াজা, ৩৬.৪), ৪-২৩৮ (স্মিথ, ৩৯.৪), ৫-২৩৮ (স্টোয়নিস, ৩৯.৬), ৬-২৪৪ (ম্যাক্সওয়েল, ৪০.৪), ৭-২৮৩ (কুল্টার-নাইল, ৪৪.৫), ৮-৩০০ (কামিন্স, ৪৬.৬), ৯-৩১৩ (স্টার্ক, ৪৯.১), ১০-৩১৬ (জ়াম্পা, ৪৯.৬)।
বোলিং: ভুবনেশ্বর কুমার ১০-০-৫০-৩, যশপ্রীত বুমরা ১০-১-৬১-৩, হার্দিক পাণ্ড্য ১০-০-৬৮-০, কুলদীপ যাদব ৯-০-৫৫-০, যুজবেন্দ্র চহাল ১০-০-৬২-২, কেদার যাদব ১-০-১৪-০।
৩৬ রানে জয়ী ভারত
ম্যাচের সেরা শিখর ধওয়ন
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Cha• • el - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy