মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ছবি: টুইটার থেকে
মোতেরার উইকেট নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। এর মধ্যে ১৭ বছর আগের একটি ঘটনা প্রকাশ্যে এল। সেবারের ম্যাচ ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই টেস্টও ২ দিনে শেষ হয়ে যাওয়ার পর আইসিসি ক়ড়া পদক্ষেপ নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে জানতে চেয়েছিল, কেন ওয়াংখেড়ের থেকে টেস্ট আয়োজনের স্বীকৃতি কেড়ে নেওয়া হবে না? প্রাক্তন পিচ প্রস্তুতকারক সুধীর নায়েক এই কথা জানিয়েছেন।
নায়েক বলেন, ‘‘২০০৪ সালে ওয়াংখেড়েতে একটা টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়ে গিয়েছিল। তখন আইসিসি চিঠি দিয়েছিল ভারতীয় বোর্ডের তৎকালীন সভাপতি জগমোহন ডালমিয়াকে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, কেন ওয়াংখেড়েতে ভবিষ্যতে টেস্ট ম্যাচ দেওয়া হবে। শেষ পর্যন্ত দিলীপ বেঙ্গসরকারের মাধ্যমে এমসিএ সভাপতি শরদ পাওয়ার আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে বলা হয়, ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে যেন নিরপেক্ষ উইকেট তৈরি করা হয়।’’
মোতেরার উইকেটের সমালোচনা করে নায়েক বলেন, ‘‘এবার দেখব গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আইসিসি একই ব্যবস্থা নেয় কিনা। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে ভারত হেরেছিল। মন্টি পানেসর এবং গ্রেম সোয়ান সেবার ভারতীয় স্পিনারদের থেকে অনেক ভাল বল করেছিল। কিন্তু সেই উইকেট এটার (মোতেরা) মতো খারাপ ছিল না। প্রথম দিন থেকেই যদি উইকেটে ধুলো উড়তে শুরু করে, তাহলে সেটা অবশ্যই খারাপ উইকেট।’’
তিনি এটাও জানান, উইকেট তৈরির ব্যাপারে আইসিসি-র নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কিন্তু অধিকাংশ সময়ই সেগুলো মানা হয় না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy