শিখর ধবন উঠে এলেও ক্রমতালিকায় উন্নতি হয়নি বিরাট কোহলীর। —ফাইল চিত্র
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পেয়েছিলেন শিখর ধবন। দ্বিতীয় একদিনের ম্যাচেও শুরুটা ভালই করেছিলেন ভারতীয় ওপেনার। সেই সুবাদে আইসিসি-র একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় দুই ধাপ উঠে এলেন তিনি। ১৬ নম্বরে রয়েছেন ভারতের দ্বিতীয় অধিনায়ক।
ধবন উঠে এলেও ক্রমতালিকায় উন্নতি হয়নি বিরাট কোহলীর। দুই নম্বরেই রয়েছেন তিনি। শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। কোহলীর থেকে ২৫ পয়েন্ট বেশি রয়েছে তাঁর। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে কোনও পরিবর্তন হয়নি।
বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন একমাত্র যশপ্রীত বুমরা। ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভাল খেলার জন্য অষ্টম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের শাকিব আল হাসান। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
Shakib Al Hasan makes massive gains in the latest @MRFWorldwide ICC Men's ODI Player Rankings for bowling 🔥
— ICC (@ICC) July 21, 2021
Full list: https://t.co/Wu0HhMH6O3 pic.twitter.com/J4Zw22b02t
অলরাউন্ডারদের তালিকাতে শীর্ষে শাকিব। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় রবীন্দ্র জাডেজা। নবম স্থানে রয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy