Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jasprit Bumrah

আইসিসি-র ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহেদি, পিছিয়ে গেলেন বুমরা

মেহেদির আগে বাংলাদেশের শাকিব আল হাসান এবং আব্দুর রজ্জাক আইসিসি-র ক্রমতালিকায় প্রথম ২ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।

মেহেদি হাসান এবং যশপ্রীত বুমরা।

মেহেদি হাসান এবং যশপ্রীত বুমরা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৮:০৬
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল বল করার পুরস্কার পেলেন মেহেদি হাসান। আইসিসি-র ক্রমতালিকায় বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার উঠে এলেন ২ নম্বরে। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ভারতীয় পেসার যশপ্রীত বুমরা যদিও নেমে গিয়েছেন ক্রমতালিকায়।

মেহেদির আগে বাংলাদেশের শাকিব আল হাসান এবং আব্দুর রজ্জাক আইসিসি-র ক্রমতালিকায় প্রথম ২ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। মেহেদি আগের থেকে ৩ ধাপ ওপরে উঠে এসেছেন। বুমরা নেমে গিয়েছেন এক ধাপ। পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।

ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের আরও এক বোলার রয়েছেন প্রথম দশে। মুস্তাফিজুর রহমান। ৮ ধাপ উঠে নবম স্থানে এই বাঁহাতি জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ২ ম্যাচে তিনি নিয়েছেন ৬ উইকেট।

অন্য বিষয়গুলি:

ODI Cricket Jasprit Bumrah ICC Ranking mehidy hasan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy