মেহেদি হাসান এবং যশপ্রীত বুমরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল বল করার পুরস্কার পেলেন মেহেদি হাসান। আইসিসি-র ক্রমতালিকায় বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার উঠে এলেন ২ নম্বরে। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ভারতীয় পেসার যশপ্রীত বুমরা যদিও নেমে গিয়েছেন ক্রমতালিকায়।
মেহেদির আগে বাংলাদেশের শাকিব আল হাসান এবং আব্দুর রজ্জাক আইসিসি-র ক্রমতালিকায় প্রথম ২ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। মেহেদি আগের থেকে ৩ ধাপ ওপরে উঠে এসেছেন। বুমরা নেমে গিয়েছেন এক ধাপ। পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।
ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের আরও এক বোলার রয়েছেন প্রথম দশে। মুস্তাফিজুর রহমান। ৮ ধাপ উঠে নবম স্থানে এই বাঁহাতি জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ২ ম্যাচে তিনি নিয়েছেন ৬ উইকেট।
⬆️ Mehidy Hasan Miraz climbs to No.2
— ICC (@ICC) May 26, 2021
⬆️ Mustafizur Rahman breaks into top 10
Huge gains for Bangladesh bowlers in the @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings 👏 pic.twitter.com/nr1PGH0ukT
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy