Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Ian Chappell

Test Cricket: টি-টোয়েন্টির বাড়বাড়ন্তে টেস্টের ভবিষ্যৎ নিয়ে ঘোর শঙ্কায় প্রাক্তন ক্রিকেটার

যে ভাবে গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টির রমরমা বাড়ছে, তাতে টেস্টের ভবিষ্যৎ নিয়ে আরও এক বার উদ্বেগ প্রকাশ করলেন ইয়ান চ্যাপেল।

ইয়ান চ্যাপেল

ইয়ান চ্যাপেল ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২২:২০
Share: Save:

যে ভাবে গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টির রমরমা বাড়ছে, তাতে টেস্টের ভবিষ্যৎ নিয়ে আরও এক বার উদ্বেগ প্রকাশ করলেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার জানিয়েছেন, কম সময় লাগার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের এই জনপ্রিয়তা আসলে টেস্টের জন্য বিরাট অশনি সংকেত।

এক ওয়েবসাইটের কলামে চ্যাপেল লিখেছেন, ‘আমিরশাহিতে কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তারপর অনেক আলোচনা শেষে অ্যাশেজ আয়োজন করা হচ্ছে। কোভিডের কারণে অ্যাশেজ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের উপর জোর দেওয়ায় টেস্ট ক্রিকেটের চারপাশে ক্রমশ কালো ছায়া ঘনাচ্ছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটের বাড়াবাড়ির পিছনে করোনা অতিমারিকেও দায়ী করেছেন চ্যাপেল। লিখেছেন, ‘বিভিন্ন দেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করতে মাত্র কয়েক দিন লাগে এবং সে কারণেই এই পরিস্থিতিতে লম্বা টেস্ট সিরিজ আয়োজন করা কঠিন। অনেক দেশই ক্রিকেট খেলে না। তাদের কাছে টি-টোয়েন্টি ফরম্যাট অনেক বেশি জনপ্রিয়। ওমান এবং পাপুয়া নিউগিনির অংশগ্রহণ দেখলেই আপনারা বুঝতে পারবেন।’

চ্যাপেলের সংযোজন, ‘অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাদে বাকি দেশগুলিতে টি-টোয়েন্টি ফরম্যাট অনেক বেশি জনপ্রিয় এবং লোভনীয়। বেশির ভাগ প্রশাসকেরই দূরদৃষ্টি না থাকার কারণে এখন ক্রিকেট সিরিজ আয়োজন করার পরিকল্পনার প্রতি জোর দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।’

অন্য বিষয়গুলি:

Ian Chappell test cricket T20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy