পাকিস্তান দল। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিছু দিন পরেই দুবাই উড়ে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তার আগে গোটা দল লাহৌরে নিভৃতবাসে রয়েছে। কিন্তু নিভৃতবাসের সময়টুকু নেহাত অবসর ভেবে কাটাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেও বিশ্বকাপের প্রস্তুতি চলছে তাঁদের।
তবে এই প্রস্তুতি অন্য রকম। হোটেলের ভিতরেই সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলে নিজেদের দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অধিনায়ক বাবর আজমকে দেখা গিয়েছে সতীর্থদের সন্তানদের সঙ্গে খেলতে। সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করে পাকিস্তান বোর্ড লিখেছে, ‘নিভৃতবাস = ক্রিকেটের সময়!! পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল সন্তানদের সঙ্গে খেলাধুলো করে নিভৃতবাসের সময় কাটাচ্ছে’।
Quarantine = Cricket time!!
— Pakistan Cricket (@TheRealPCB) October 9, 2021
Pakistan @T20WorldCup squad spending their isolation time while playing cricket with kids 🏏#T20WorldCup pic.twitter.com/sPizXxtDlK
শনিবার পিঠের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন শোয়েব মকসুদ। তাঁর জায়গায় পুরনো যোদ্ধা শোয়েব মালিককে দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের মুখ্য নির্বাচক মহম্মদ ওয়াসিম বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে মকসুদ। কারণ এই প্রতিযোগিতায় খেলার জন্য কঠোর পরিশ্রম করেছিল। ওর জন্য আমরা সমব্যথী। কিন্তু চোট যে কোনও খেলারই অঙ্গ। আশা করি সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy