Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
I League 2020-21

আই লিগ চ্যাম্পিয়ন বাগানের হাতে ট্রফি উঠবে পরে

আই লিগ খেতাব জেতায় মোহনবাগানের সামনে খুলে গেল এএফসি কাপে খেলার রাস্তা। 

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৫:৩৮
Share: Save:

কিবু ভিকুনা মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করলেও, এএফসি কাপে দলকে কোচিং করাবেন আন্তোনিয়ো লোপেজ হাবাস।

লিগ বাতিল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার জন্য প্রস্তাব করেছিল লিগ কমিটি। মঙ্গলবার তাতে সিলমোহর দিয়েছে ফেডারেশনের কর্মসমিতি। আই লিগ খেতাব জেতায় মোহনবাগানের সামনে খুলে গেল এএফসি কাপে খেলার রাস্তা। কিন্তু পরের মরসুম থেকে এটিকের সঙ্গে ১৩০ বছরের ক্লাবের সংযুক্তিকরণ ঘটছে। শুধু তাই নয়, মোহনবাগান খেলবে ইন্ডিয়ান সুপার লিগে। এই অবস্থায় তারা কি এএফসি কাপে খেলার সুযোগ পাবে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু ফেডারেশন সচিব কুশল দাশ মঙ্গলবার বলে দিলেন, ‘‘মোহনবাগান এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটা এশীয় পর্যায়ে ওদেরই কোটা।’’

ফেডারেশনের এই ঘোষণার পরে এটিকে মোহনবাগান নাম দিয়ে এএফসি কাপে খেলতে কোনও অসুবিধা হবে না সবুজ-মেরুনের। কোচ হিসাবে দেখা যাবে হাবাসকে। কারণ হাবাসের সঙ্গে পরের মরসুমে চুক্তি রয়েছে এটিকের। কিবু চলে যাচ্ছেন কেরল ব্লাস্টার্সে। এ দিকে সরকারি সিলমোহর পরে গেলেও মোহনবাগানের হাতে এখনই ট্রফি বা পুরস্কার অর্থের চেক তুলে দিতে পারছেন না ফেডারেশন কর্তারা। সচিব বললেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রফি তুলে দেওয়া হবে। কবে সেটা করতে পারব জানি না।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

I League 2020-21 Mohun Bagan Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy