চলছে বল দখলের লড়াই। ছবি: এএফপি।
ভারত-পাক স্টিক যুদ্ধ যেমন হওয়ার তেমনই হল। রোমাঞ্চকর, উত্তেজক। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ষাট মিনিটের হকি যুদ্ধের স্কোরলাইনেও তার স্পষ্ট ছাপ। ২-২ ড্র লিখলে হিরের শহর আন্তোয়ার্পে শুক্র-বিকেলে হকি দুনিয়ার দুই হীরক টিমের মহালড়াইয়ের কোনও আঁচই পাওয়া যাবে না। হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের এই গ্রুপ পর্বের ম্যাচের চারটে কোয়ার্টারই হাড্ডাহাড্ডি হয়েছে। হাফটাইমেও কেউ কারও চেয়ে এগিয়ে ছিল না। আধ ঘণ্টা শেষেও তখন স্কোর বোর্ড দেখাচ্ছে ১-১।
প্রথমে রামনদীপের গোলে এগিয়ে যায় সর্দারের ভারত। জাতীয় দলের নীল জার্সিতে যুবরাজ বাল্মিকীর ৫০তম ম্যাচে তাঁর সতীর্থ মিডফিল্ডার গুরমেল পাক ডি-এর ভেতর অনবদ্য পাস বাড়ান। একটা ক্রসেই কেটে যান বিপক্ষের তিন ডিফেন্ডার। বাকি ছিলেন পাক গোলকিপার। রামনদীপের রিভার্স ফ্লিক তাঁকে হার মানায়। কিন্তু মহম্মদ ইমরান পাকিস্তানকে সমতায় ফেরানোই শুধু নয়। নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ এগিয়েও দিয়েছিলেন। কিন্তু মিনিটকয়েকের মধ্যেই আবার সেই রামনদীপ। এ বার তাঁর দ্বিতীয় গোলে ভারতের সমতায় ফেরা। তার পর দু’দলই পেনাল্টি কর্নার পেলেও এশিয়ান হকির দুই দৈত্য অনেক দিন যাবত যে রক্তস্বল্পতায় ভুগে বিশ্বহকিতে একটু পিছিয়ে পড়েছে সেই ভাল ড্র্যাগফ্লিকারের অভাবে পেনাল্টি কর্নারের ফায়দা তুলতে পারেনি। না ভারত, না পাকিস্তান। এই ম্যাচে রাফ ট্যাকেলের ফলে ভারতকে একটা সময় ৯ জনেও খেলতে হয়েছে। কিন্তু তাতেও খুব একটা সুবিধে করতে পারেনি পাকিস্তান।
তবে ভারত-পাক হকি লড়াই দেখে মুগ্ধ বলিউড থেকে খেলার জগৎ। বোমান ইরানি টুইট করেছেন, ‘অনেক ভারত-পাক রূপকথার ক্রিকেট ম্যাচ দেখেছি। আজকের ভারত-পাক হকি ম্যাচও সে রকমই এক রূপকথা।’ প্রাক্তন জাতীয় হকি তারকা বীরেন রাসকুইনার টুইট, ‘‘শুরু থেকে শেষ দুর্দান্ত ম্যাচ। প্রচণ্ড আবেগ নিয়ে সারাক্ষণ লড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।’ আর দু’দেশের দুই অধিনায়ক? সর্দার আর ইমরান দু’জনই দাবি করছেন, তাঁদের দলেরই জেতা উচিত ছিল। দুই চিরশত্রুর শিবিরের মেজাজ যেমন হওয়ার ভারত-পাক হকি ম্যাচ শেষেও তেমনই মেজাজ পাওয়া গেল!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy